Sunday, August 1, 2010

ভিন্নমত দলনঃসরকারের অসহিষ্ণুতা,রেহাই পায়নি ছাত্রীরাও...

ভিন্নমত দলনঃসরকারের অসহিষ্ণুতা,রেহাই পায়নি ছাত্রীরাও...

লিখেছেন সত্য কথা ২৩ ফেব্রুয়ারী ২০১১, রাত ১০:৫৫
এ সরকার নিজেদের গনতন্ত্রমনা বলে দাবী করে সব সময়।মাননীয় প্রধানমন্ত্রীর অনেক উপাধির ১টা হচ্ছে ‘গণতন্ত্রের মানসকন্যা’।কিন্তু কস্টজনক,আওয়ামীলীগ সরকারকে বরাবরই বিরোধী মতের উপর কঠোর দেখা যায়।তাদের এ নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্রীরাও।খবব্রে প্রকাশ,গত ২২শে ফেব্রুয়ারী মঙ্গলবার রাজ়শাহী কলেজ়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা নামে ১টা ছাত্রী সংগঠন কলেজের কমনরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠাণস্থল থেকে পুলিশ ২ছাত্রীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো মনোবিজ্ঞান বিভাগের অনার্স ফলপ্রার্থী রুনা লায়লা এবং মাস্টার্স পাশ সিরাজুম মুনিরা।প্রতক্ষ্যদর্শীদের মতে,ছাত্রলীগ কর্মিদের দাবীর মুখে পুলিশ তাদের গ্রেফতার করে।এ ব্যপারে কলেজের অধ্যক্ষ আলী রেজা জানান,তাদের বিরুদ্বে কোন অভিযোগের প্রমান মেলেনি।উল্লেখ্য,এর আগেও বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার পিরোজ়পুরের তিন কর্মীকে ক্কোন কারণ ছাড়াই পূলিশ গ্রেফতার করে।বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা কোন নিষিদ্ব সংঠন না।আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা কোন নিষিদ্ব আলোচনা না।কিন্তু সরকারী ছাত্র সংঠনের দাবীর মুখে কোন সূনির্দিস্ট অভিযোগ ছাড়া পুলিশ যেভাবে তাদের গ্রেফতার করেছে,এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।বংলাদেশের সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যে মেয়েটা গ্রেফতার হয়ে কারাগারে যায়,তার প্রতি সমাজ় কি ধরণের মনোভাব প্রকাশ করে তা সহজ়েই অনূমেয়।এ মেয়েটিকে এবং তার পরিবারকে এক ধরনের মানসিক নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়।এর দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে।তা ছাড়া এটা হচ্ছে বাকস্বাধীনতার পরিপন্থী।গণতান্ত্রিকভাবে নির্বাচিত ১টা সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ
অনাকাঙ্খিত।সরকার বিরোধীমত দমনের খেলা থেকে ফিরে আসবে এবং বাকস্বাধীনাতার প্রতি শ্রদ্বা প্রদর্শন করবে এটাই নির্বাচিত সরকারের কাছে জনগনের চাওয়া।সরকারের আশু কর্তব্য হচ্ছে অভিযোগহীন এ মেয়ে গুলোকে তাড়াতাড়ি মুক্ত করা।বিরোধী মতের উপর দমন থেকে মুক্ত হওয়া এবং নিজেদেরকে গণতান্ত্রিক হিসেবে প্রমান করা।না হয় সরকারের জনপ্রিয়তার ব্যরোমিটার দিন দিন কমতেই থাকবে।এবং এটা সরকারের জন্য কোনভাবেই কল্যানজ়নক হবেনা।
শেয়ার করুন 
৬৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
রেটিং +৪/-১
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
184236
২৩ ফেব্রুয়ারী ২০১১; রাত ১১:০১
পরদেশী লিখেছেন : বালের সরকারের উদ্দেশ্য হলো পুলিশলীগ দিয়ে হেনাস্হা করা। যাতে আর কেউ ইসলামের নামে মিটিং/সেমিনার করার সাহস না করে।
184265
২৩ ফেব্রুয়ারী ২০১১; রাত ১১:২৪
লন্ডন থেকে লিখেছেন : আর কি কোন 'মুহাম্মাদ বীন কাসিমে'র জন্ম হবে না!
184279
২৩ ফেব্রুয়ারী ২০১১; রাত ১১:৩১
হারুন রশীদ লিখেছেন : দুঃখজনক।
184324
২৪ ফেব্রুয়ারী ২০১১; রাত ১২:১৩
HisabNikas লিখেছেন : গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার (?)...আজতো দিবালোকের মতো পরিস্কার কাদের হাত ধরে কিভাবে হাসিনা ক্ষমতায় এসেছে এবং তাদের সিলেবাস অনুশারেই দেশ শোষণ করছে.....যাদের ইসলামের নাম শুনলেই গায়ে জ্বর আছে...
184330
২৪ ফেব্রুয়ারী ২০১১; রাত ১২:২০
Md. Nur Nobi লিখেছেন : পতন অত্যাসন্ন হয়ে যাচ্ছে..বর্তমান সরকারের....

এ সব অত্যন্ত বাড়াবাড়ি/.......

No comments:

Post a Comment