Sunday, August 1, 2010

আমি ফেলানী......আমার জন্য কি তোমাদের করার কিছুই নেই???(পর্ব-২)

আমি ফেলানী......আমার জন্য কি তোমাদের করার কিছুই নেই???(পর্ব-২)

লিখেছেন সত্য কথা ২৩ জানুয়ারী ২০১১, সকাল ০৫:৫৪
সন্তানের সব চেয়ে বড় আশ্রয় বাবা মা।আমি ফেলানী ফিরছিলাম নির্ভরতার প্রতিক সেই বাবার সাথে।কিন্তু তোমাদের বন্ধু রাস্ট্রের সীমান্ত রক্ষীদের গুলিতে ঝাঝঁরা হয়ে গেল আমার বুক।পানি পানি বলে যখন কাদঁছিলাম আমার অসহায় গরিব বাবা পারেনি মৃত্যূ পথযাত্রী মেয়ের মুখে ১টূ পানি তুলে দিতে।তোমরা কি এক পিতার সেই যন্ত্রনাটা উপলব্ধী করতে পারো???চোখের সামনে যার সন্তান মৃত্যু যন্ত্রনায় পানি পানি বলে কাতঁড়াচ্ছে,সেই সন্তানের মুখে পিতা হয়ে পারছেনা পানি তুলে দিতে।তোমাদের মত আর্থবিত্ত নাইআমাদের।কিন্তু আমাদের অন্তরেও আল্লাহ মায়া ভালবাসা দিয়ে পাঠিয়েছেন।তোমাদের আদরের সন্তানের কোন চাওয়া পূরন করতে না পারলে তোমরা যেমন কস্ট পাও,আমার বাবারাও তেমন কস্ট পায়।শূধু পার্থক্য তোমাদের মত আমাদের সামর্থ্য নাই।কষ্ট কিন্তু একি।আমার বাবা চেয়ে দেখল তার মেয়ের মৃত্যু যন্ত্রনা।পানি পানি বলে আহাজারি।কিন্তু পারলনা তোমাদের বন্ধু রাস্ট্রের সীমান্ত রক্ষীদের শক্তির কাছে জয়ী হতে।সীমান্তে রচিত হলো আর এক কারাবাল…পানি পানি বলে এক অসহায় মেয়ের আহাজারি।কারবালার শহীদরা যেমন কাছে পানি থেকেও পায়নি ১ফোটাঁ পানি।নদী মাতৃক এ দেশে চার পাশে এতো পানি থাকতে তোমাদের বন্ধু রাস্ট্রের সীমান্ত বাহিনীর অমানবিকতায় আমিও পেলেমনা মৃত্যুর সময় ১ফোঁটা পানি...

আমি ফেলানী ঝুলছি...পানি পানি বলে চিৎকার করছি...



আচ্ছা,তোমরা কি বুঝ ১বাবার কস্ট যে তার মৃত্যুপথযাত্রী সন্তানের মুখে পানি তুলে দিতে পারেনা।তোমরা কি বুঝ ১ মৃত্যূর যন্ত্রনা,যে মরার সময় ও পানি পানি বলে কেদেঁ ১ফোঁটা পানি পায়না..
শেয়ার করুনঃ
১৮৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
রেটিং +৩/-৪
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
150312
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৬:২৮
Md. Rahim Ali লিখেছেন : অবশ্যই করবার আছে। ইনশা আল্লাহ পুরো দেশ জেগে উঠবে।
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৩৪
114575

সত্য কথা লিখেছেন : ইনশাল্লাহ...
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৫৬
114588

Md. Rahim Ali লিখেছেন : যদি কিছু মনে না করেন, শব্দটা আমি যতদূর জানি ইনশা আল্লাহ। খুব সামান্য ভূল উচ্চারণ হলেই শব্দের মানে পালটে যায় এবং অনেক গুনাহ হয় আপনি তো জানেন। ভাল থাকুন ভাই।
২৫ জানুয়ারী ২০১১; রাত ০৪:২৩
115484

সত্য কথা লিখেছেন : বাংলা লিখায় অনেক উচ্চারন ঠিক মত লিখা যায়না।কিন্তু পড়ার সময় ঠিক মত পড়তে হবে।ধন্যবাদ
150329
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৭:১৩
প্রমিত লিখেছেন : বানান সতর্কতা: রাষ্ট্র, প্রতীক, যন্ত্রণা
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৩৯
114578

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ ভাই।মাঝে মাঝে কি-বোর্ড বিট্রে করে।বুজছিনা কেন।তখন চালিয়ে যেতে হয় এ ভাবে।সরি ফর দেট।বাট এ সমস্যাটা ওভারকাম করতে পারছিনা।  
150334
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৭:১৭
সংশপ্তক লিখেছেন : এত পরে এই পোস্ট? এদ্দিন কই আছিলেন?
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৪১
114579

সত্য কথা লিখেছেন : দেশেই ছিলাম।এটা দ্বিতীয় পর্ব।
150342
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৭:১৯
প্রবাহ লিখেছেন : 
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৪২
114580

সত্য কথা লিখেছেন : ভয় পাইছি
150376
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৮:৫৭
চ্যালেণ্জ্ঞার সিদ্দীক লিখেছেন : জুতার মালা --------- চ্যালেণ্জ্ঞার সিদ্দীক

মানববন্ধনের বিরোধীতা করলো যারা
জুতার বাড়ি খালো তারা,
ওদের এখন সব হারা
নাই ওদের কোনো চারা।

মোদের সব এক ধারা
ভারত দালালের দেবো তাড়া,
ওরে তোরা একটু দাড়া
নিয়ে আসি জুতার মালা।

দেরে ওদের মরিচ ডলা
পরায় দে জুতার মালা,
ডাক ওদের বলে শালা
বুঝবে এখন কেমন জ্বালা।

মাররে ওদের নিকে তালা
আমি ডাকি ওরে হালা,
সময় থাকতে ভেগে পলা
ভেঙ্গে চুরে করবো দলা।

+++
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৪৪
114582

সত্য কথা লিখেছেন : আপনাকেও +++++
150408
২৩ জানুয়ারী ২০১১; সকাল ০৯:৫০
নাস্তিক লিখেছেন : একই বিষয় নিয়া আর কত?
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৪৬
114584

সত্য কথা লিখেছেন : তাইতো ঈট ভাটার ফেলানী মরছে।এটা নিয়ে আর কতো।আমার বোনটা তো আর মরেনি।
150763
২৩ জানুয়ারী ২০১১; বিকেল ০৪:০৮
পোষা লিখেছেন : আতে লেগেছে তোমাদের। ফেলানি মরেছেত হয়েছেটা কি, আমিত মরিনি। আমার ভাই লীগ আছে ত সব আছে।
সরম কার। বাপ হয়ে মেয়েকে একটু পানি দিয়ে বাচাবার চেষ্টা করার হিম্মত/মোরদ য়ে বাবার নেই তাদের মুখেই শোভা পায় এমনি বাক্য, "ফেলানিকে নি আর কত"। জীবন বর লিখেও শেষ করা যাবে ঐ ফেলানির আসহায় মৃত্যু দৃস্য।
২৪ জানুয়ারী ২০১১; সকাল ০৫:৪৭
114586

সত্য কথা লিখেছেন : হয়তো সে দিন ই শেষ হবে,লাশের কাতারে যদি ফেলানী হয় শেষ নাম
151595
২৪ জানুয়ারী ২০১১; সকাল ১১:৪৫
নাস্তিক লিখেছেন : স্বাভাবিক, আপনার আমার বাসার লোক তো রাতের আঁধারে সীমান্ত পার হবার অপচেষ্টা করবেনা।
২৫ জানুয়ারী ২০১১; রাত ০৪:১৮
115481

সত্য কথা লিখেছেন : আপনার বাসায় কেউ রাতে আসলে তাকে কি গুলি করে মেরে ঝুলিয়ে রাখবেন??

No comments:

Post a Comment