রাত ৩টা।তাপমাত্র ১৫।২কম্বলের নিচে শূয়ে ঠক ঠক করে কাপছি।কম্বল ২টার দাম আনুমানিক ৮-১০হাজার টাকা।গায়ে আছে সুয়েটার।তারপরেও শীতে ঘূম আসছেনা।হঠাত মনে পরে গেল,ফূটপাথে শূয়ে থাকা মানুষগূলূর কথা।দুর্ভাগ্য হোক,অথবা সৌভাগ্য আমি আসলে রাতেরবেলা কখণো কোন মানুষকে রাস্তায় শূয়ে থাকতে দেখিনি।পেপার পত্রিকা কিংবা টি.ভি.নিউজ় ছাড়া।আমি আসলে ওই ভাবে উপলব্ধি করতেব্যর্থ তাদের অবস্থা(লজ্জাজনক)।কিন্তূ আজ়কে সুরক্ষিত ঘরে ২কম্বলের নিচে শূয়ে থাকতে থাকতে মনে হল,কি জওয়াব দিব প্রভু তোমার
দরবারে...!!!!!আমি আসলে বুঝতে পারছিনা,১টা মানুষের পক্ষে কিভাবে সম্ভব,এই ভয়াবহ শীতে রাস্তায় থাকা !!!!!আবার আমাদের পক্ষেই কিভাবে সম্ভব যখন হাশরের ময়দানে এই মানুষগূলূই পথ আগলে দাড়াবে ,তখন কাঙ্খিত গন্তব্য জান্নাতে যাওয়া...!!!!!কি জওয়াব দিব
সে দিন আমরা..................!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment