Sunday, August 1, 2010

শূকরিয়া প্রভু তোমার...

শূকরিয়া প্রভু তোমার...

লিখেছেন সত্য কথা ০৭ জানুয়ারী ২০১১, রাত ০৯:২৮
১টা program ছিল।শেষ করে বাড়ী ফিরার জন্য CNG খুজছিলাম।

না পেয়ে বাধ্য হয়ে busএ ওঠেছি।reserve সিট না থাকায় আমি সাধারনত

বাস avoid করি।মাঝপথে কাউন্টাড় থেকে ২জন লোককে ওঠতে দেখে আমি

ভয়ে আতকে ওঠেছি।।তারাতারি পাসের খালি সিট টাতে ১জন মেয়েকে ডেকে বসিয়েছি।।

Driver চাচাও ওঠতে দিছছিলনা তাদের।।

কিন্তূ বাকী পথ টাতে ১দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তাদের দিকে।।।মনে মনে বলেছিলাম

প্রভু কোটি কোটি শূকরিয়া তোমার...১জন সম্পুরন মানবী হিসেবে সৃষ্টি করেছ বলে।।







ওরা ছিল,সমাজের অবহেলিত সম্প্রদায়।।হিজরা সম্প্রদায়...।।যাদের নিয়ে

সুস্থ মানুষের মাঝে আছে অহেতুক ভয় আর অবহেলা।।অনেকটা তাছছিল্য।।

কিন্তূ ওদের প্রতি আমাদের dristivongi পরিবরতন করা ওচিত।

ওচিত সহানুভুতির হাত বারিয়ে দেয়া।।abong আল্লাহর কাছে অনেক অনেক

শূকরিয়া জানান ওচিত-আমাদের ১জন ত্রুটিহিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন বলে।।।





note-আল্লাহ আমাদের যে সমস্ত নেআমতে ভুষিত করেছেন,সে নেয়ামতগুলু নিয়ে

আমাদের গভিরভাবে ভাবনা চিন্তা করা ওচিত।।। 
শেয়ার করুন 
৮৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
রেটিং +৬/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
135347
০৭ জানুয়ারী ২০১১; রাত ০৯:৩১
বিহঙ্গ লিখেছেন : সহমত!!
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৩
101576

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ।।
135361
০৭ জানুয়ারী ২০১১; রাত ০৯:৪৩
স্বপ্নচারী লিখেছেন : লেখাটা পড়লাম। ওদের প্রতি আমাদের একটা দ্বায়িত্ব রয়েছে। এটার জন্য সবাই মিলেই এগিয়ে আসা প্রয়োজন।
আল্লাহ আমাদের আসলেই অনেক নিয়ামত দিয়েছেন। সেগুলো নিয়ে চিন্তা করা উচিত।

অফটপিকঃ আপনি চাইলে অভ্র সফটওয়্যারটা ইন্সটল করে খুব সহজে বাংলা লিখতে পারবেন। এখানে লিঙ্কটা পাবেন
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৪
101577

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ
135363
০৭ জানুয়ারী ২০১১; রাত ০৯:৪৪
masru লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৫
101578

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ
135382
০৭ জানুয়ারী ২০১১; রাত ০৯:৫৬
লাল বৃত্ত লিখেছেন : নতুন মানুষ একটু ভুল চুক হতেই পারে। চালিয়ে যান!! থামবেন্না!!
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৮
101580

সত্য কথা লিখেছেন : খবর হয়ে যায় লিখতে গিয়ে।ধন্যবাদ।
135389
০৭ জানুয়ারী ২০১১; রাত ১০:০০
rashid লিখেছেন : আলহামদুলিল্লাহ,আল্লাহ তুমি আমাকে নিখুঁত ভাবে স্‌ষ্টি করার জন্য তোমার শুকরিয়া আদায় করছি,আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।তারপরে ও কি আল্লাহর শুকরিয়া আদায় হবে? কখনো'ই না।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৯
101582

সত্য কথা লিখেছেন : একমত।ধন্যবাদ।।
135399
০৭ জানুয়ারী ২০১১; রাত ১০:১১
নাসু লিখেছেন : একমত।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০২:৫৯
101583

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ।
135406
০৭ জানুয়ারী ২০১১; রাত ১০:১৫
সূখ প্রত্যাশী লিখেছেন : আপনি একদম সত্য কথা বলেছেন।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০৩:০০
101584

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ
135422
০৭ জানুয়ারী ২০১১; রাত ১০:২৪
#লাইটহাউস# লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০৩:০১
101585

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
135704
০৮ জানুয়ারী ২০১১; সকাল ০৯:০৪
তেপান্তর লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
০৮ জানুয়ারী ২০১১; বিকেল ০৪:৫৫
102006

সত্য কথা লিখেছেন : আপনাকেও ধণ্যবাদ।

No comments:

Post a Comment