১টা program ছিল।শেষ করে বাড়ী ফিরার জন্য CNG খুজছিলাম।
না পেয়ে বাধ্য হয়ে busএ ওঠেছি।reserve সিট না থাকায় আমি সাধারনত
বাস avoid করি।মাঝপথে কাউন্টাড় থেকে ২জন লোককে ওঠতে দেখে আমি
ভয়ে আতকে ওঠেছি।।তারাতারি পাসের খালি সিট টাতে ১জন মেয়েকে ডেকে বসিয়েছি।।
Driver চাচাও ওঠতে দিছছিলনা তাদের।।
কিন্তূ বাকী পথ টাতে ১দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তাদের দিকে।।।মনে মনে বলেছিলাম
প্রভু কোটি কোটি শূকরিয়া তোমার...১জন সম্পুরন মানবী হিসেবে সৃষ্টি করেছ বলে।।
ওরা ছিল,সমাজের অবহেলিত সম্প্রদায়।।হিজরা সম্প্রদায়...।।যাদের নিয়ে
সুস্থ মানুষের মাঝে আছে অহেতুক ভয় আর অবহেলা।।অনেকটা তাছছিল্য।।
কিন্তূ ওদের প্রতি আমাদের dristivongi পরিবরতন করা ওচিত।
ওচিত সহানুভুতির হাত বারিয়ে দেয়া।।abong আল্লাহর কাছে অনেক অনেক
শূকরিয়া জানান ওচিত-আমাদের ১জন ত্রুটিহিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন বলে।।।
note-আল্লাহ আমাদের যে সমস্ত নেআমতে ভুষিত করেছেন,সে নেয়ামতগুলু নিয়ে
আমাদের গভিরভাবে ভাবনা চিন্তা করা ওচিত।।।
No comments:
Post a Comment