বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া।আওয়ামিলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।এক নির্যাতিত স্বামীর প্রতিচ্ছবি।জ়নম দুঃখী।যে জীবিত থাকতে বঞ্চিত ছিল স্ত্রী-সন্তানের সাহচর্য থেকে।মৃত্যুশয্যায় যাকে কাটাতে হয়েছে একা একা হাশাপাতালের বিছানায়।মৃত্যুশয্যায় যে পায়নি স্ত্রীর সেবা।সন্তানের সঙ্গ।মৃত্যুর পরেও যার জানাযায় উপ্সথিত হওয়ার সময় হয়নি তার সন্তানদের।জীবিত ওয়াজ়েদ যাদের মনে স্থান করে উঠতে পারেনি,যার মৃত্যু তাদেরকে নাড়া দেয়নি,তার মৃত্যুবার্ষিকী তাদের মনে দাগ কাটবেনা তা বলাই বাহুল্য।
কি অবহেলায় পালিত হলো তার মৃত্যুবার্ষিকী!!!স্ত্রী তুরস্কে,সন্তানেরা আমেরিকায়।কেউ নাই তার কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনার।
তার মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে দোয়া করছি,যেন আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করেন।
No comments:
Post a Comment