Sunday, August 1, 2010

চিরদুঃখী ওয়াজ়েদ মিয়ে…

চিরদুঃখী ওয়াজ়েদ মিয়ে…

লিখেছেন সত্য কথা ১১ মে ২০১১, দুপুর ০৩:৫১
বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া।আওয়ামিলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।এক নির্যাতিত স্বামীর প্রতিচ্ছবি।জ়নম দুঃখী।যে জীবিত থাকতে বঞ্চিত ছিল স্ত্রী-সন্তানের সাহচর্য থেকে।মৃত্যুশয্যায় যাকে কাটাতে হয়েছে একা একা হাশাপাতালের বিছানায়।মৃত্যুশয্যায় যে পায়নি স্ত্রীর সেবা।সন্তানের সঙ্গ।মৃত্যুর পরেও যার জানাযায় উপ্সথিত হওয়ার সময় হয়নি তার সন্তানদের।জীবিত ওয়াজ়েদ যাদের মনে স্থান করে উঠতে পারেনি,যার মৃত্যু তাদেরকে নাড়া দেয়নি,তার মৃত্যুবার্ষিকী তাদের মনে দাগ কাটবেনা তা বলাই বাহুল্য।
কি অবহেলায় পালিত হলো তার মৃত্যুবার্ষিকী!!!স্ত্রী তুরস্কে,সন্তানেরা আমেরিকায়।কেউ নাই তার কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনার।
তার মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে দোয়া করছি,যেন আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করেন। 
শেয়ার করুনঃ
১৪৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
রেটিং +৫/-২
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
261153
১১ মে ২০১১; দুপুর ০৩:৫৬
অসাধু বালক লিখেছেন : আমি ব্যাক্তিগত ভাবে আফসোস করি এই সম্মানিত পরমানু বিজ্ঞানীর জন্য। তিনি বড়ই দূরভাগা।
১১ মে ২০১১; বিকেল ০৪:২৭
220626

সত্য কথা লিখেছেন : আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
261154
১১ মে ২০১১; দুপুর ০৩:৫৮
আমান লিখেছেন : আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
১১ মে ২০১১; বিকেল ০৪:২৯
220629

সত্য কথা লিখেছেন : আমীন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
261158
১১ মে ২০১১; বিকেল ০৪:০১
১১ মে ২০১১; বিকেল ০৪:৩১
220630

সত্য কথা লিখেছেন :   ।ধন্যবাদ মন্তব্যের জন্য।
261171
১১ মে ২০১১; বিকেল ০৪:১১
পুস্পিতা লিখেছেন : পবিরার যেহেতু খবর নিচ্ছেনা সেহেতু সাধারণ মানুষ হলেও নিক। বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী, কেউ নেই পাশে!!!
১১ মে ২০১১; বিকেল ০৪:৩৩
220631

সত্য কথা লিখেছেন : আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
261206
১১ মে ২০১১; বিকেল ০৫:০৬
সিটিজি৪বিডি লিখেছেন : আসুন আমরা তার জন্য দোয়া দোয়া করি।
261232
১১ মে ২০১১; বিকেল ০৫:৩৯
নেটপোকা লিখেছেন : মা-চে-মা-দ-বে
১১ মে ২০১১; বিকেল ০৫:৫৫
220673

ভুতুমপেচাঁ লিখেছেন : মা যদি হয় স্মৃতি ভ্রস্টা অথবা শুধুই ভ্রস্টা তখন মাসির দরদ বেশী হওয়া খারাপ কিছু নয়।
১১ মে ২০১১; রাত ০৮:৫৫
220850

সত্য কথা লিখেছেন : মার অবস্থাতো প্রত্যক্ষ্য করছেই দেশবাসী।ধন্যবাদ মন্তব্যের জন্য নেটপোকা আর ভুতুমপেচাঁ।
261339
১১ মে ২০১১; সন্ধ্যা ০৭:০৭
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ওয়াজেদ মিয়ার মত অনেক দুভাগা নিযাতিত পুরুষ আরো সংসারে আছে যাদের কথা বকি বলেনা। দেশে পুরুষ নিযাতর্ন আইন থাকা দরকার।
আর ওনার সন্তানদের আমেরিকার মত অসর্ভ্য একটি দেশে বড় করেছেন সেখান থেকে যেমন শিখছে তেমনী করছে। দ্বিনী শিক্ষা পেলে সে কোরআন এর পথে চলতো বাবার কবরে গিয়ে দোয়া করত। এই জন্য ওয়াজেদ মিয়াও কম দায়ী না।
১১ মে ২০১১; রাত ০৮:৫৯
220852

সত্য কথা লিখেছেন : তার মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে দোয়া করছি,যেন আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
261545
১১ মে ২০১১; রাত ০৯:৫৫
রহমান লিখেছেন : তিনি অভাগা, তেভাগা, আল্লাহ তার ভূল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করুন। একমত।

কিন্তু তাকে 'বিশিষ্ট পরমানু বিগ্গানী' বলার কারন কি? তিনি কি আসলেই বিশেষ কিছু করেছিলেন!!!!!!
১২ মে ২০১১; সকাল ০৫:০৩
221302

সত্য কথা লিখেছেন : ওনার পরিচয় এটা।ধন্যবাদ মন্তব্যের জন্য।

No comments:

Post a Comment