Sunday, August 1, 2010

“নারী উন্নয়ন নীতি২০১১”এবং কিছু কথা...

“নারী উন্নয়ন নীতি২০১১”এবং কিছু কথা...

লিখেছেন সত্য কথা ১০ মার্চ ২০১১, রাত ০৯:৪৯
নারীদের আর্থ-সামাজ়িক অবস্থানের উন্নয়নের জন্য বর্তমান সরকার ‘নারী উন্নয়ন ২০০১১’নামে ১টা নীতিমালা প্রনয়ণ করেছে।নতূন নীতিমালার খসড়া মন্ত্রিসভা অনুমদন করেছে।নতূন নীতিমালায় নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব রয়েছে।এ নীতিমালায় উপার্জন,উত্তারিধাকার,ঋন,ভূমি ও বাজ়ার ব্যবস্থাপনের মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পুর্ণ ণিয়ন্ত্রনের বিধান রাখা হয়েছে।রাজনৈতিক দলের অভ্যন্তরে পর্যায়ক্রমে ৩৩শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৩৩শতাংশ বাড়িয়ে সরাসরি ভোটে নির্বাচনের উদ্দোগ গ্রহন করার কথা রয়েছে।এ ছাড়া নারীর প্রতি বিদ্যমান সব বৈষম্যমুলক আঈন বিলোপ করার বিধান রয়েছে।তবে সবচেয়ে বিতর্কিত যে বিধানটা রয়েছে এ আঈনে,সেটা হচ্ছে উত্তারিধাকার সম্পত্তিতে নারী পূরুষের সমান অধিকার।মুসলিম সমাজ যাকে ফারায়েযী আঈন বলে জানে।আসুন দেখি কোরআন এ ব্যপারে কি বলে।পবিত্র কোরআনের সুরা নিসায় এ ব্যপারে বিস্তারিত আলোচণ্না করা হয়েছে।উক্ত সূরার ১২ নম্বর আয়াতে পরিস্কার বলা হয়েছে-তোমাদের সন্তানদের ব্যপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেনঃপুরুষদের অংশ হবে দুজন মেয়ের সমান।আল্লাহর এ সূস্পস্ট নির্দেশ অমান্য করে সম্পত্তিতে নারী-পূরূষের সমান ভাগ দিয়ে নারীদের সম্মান বৃদ্ধি করা যাবেনা কখনোই।বরং এর মাধ্যমে সমাজ়ে তৈরী হবে অরাজ়কতা আর বিশৃঙ্খলা।সম্পর্ক নস্ট হবে ভাই বোনের।সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার যদি হতো নারীদের সম্মানের কারণ তবে সেটা আল্লাহ রাব্বুল আলামীনই করতেন।সৃস্টিকর্তার চেয়ে করুনাময় আর কেউ নাই তার বান্দার প্রতি।সুতরাং সরকারের ঊচিৎ হবে এ আত্নঘাতী সিদ্বান্ত থেকে ফিরে আসা।আল্লাহর রাব্বুল আলামীনের সরাসরি বিরোধীতা থেকে বিরত থাকা।
শেয়ার করুন 
১১৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
রেটিং +১/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
199032
১০ মার্চ ২০১১; রাত ১০:০০
মিষি+ট ভাই লিখেছেন : মারহাবা , সুনদর লিখেছেন ।   
১১ মার্চ ২০১১; রাত ১২:২৮
158574

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ...
199055
১০ মার্চ ২০১১; রাত ১০:২১
সরকার মারুফ লিখেছেন : আপনি কি নারী নীতিমালা পড়েছেন নাকি অন্যদের কথা শুনেই এ ব্যাপারে লিখতে বসে গেছেন?
১১ মার্চ ২০১১; রাত ১২:২২
158561

সত্য কথা লিখেছেন : আপনার কি মনে হয়েছে না পড়েই লিখতে বসেছি???
199073
১০ মার্চ ২০১১; রাত ১০:৩১
শান্তির নীড় লিখেছেন : ১টা পর্যালোচনা??  
199084
১০ মার্চ ২০১১; রাত ১০:৩৪
ব্যঙ্গমা লিখেছেন : পর্যালোচনা ভালো হয়নি। আরো গভীরে যেতে হবে। নারী নীতিমালা পুরোটা পড়তে হবে।
১১ মার্চ ২০১১; রাত ১২:২৫
158566

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ ব্যঙ্গমা...সময়ের অভাবে সঙ্খিপ্ত লিখতে হয়েছে।ণীতিমালা পড়েছি...
199091
১০ মার্চ ২০১১; রাত ১০:৩৭
নেটপোকা লিখেছেন : সরকারের নারী উন্নয়ন নীতিমালা ২০১১ এর খসড়ার কত নম্বর অনুচ্ছেদে সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকারের কথা বলা আছে, একটু বলবেন কি?

সবচেয়ে ভাল হয়, উক্ত নীতিমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদটি যদি উদৃত করেন।
১১ মার্চ ২০১১; রাত ১২:২৬
158570

সত্য কথা লিখেছেন : সময়ের অভাবে সঙ্খিপ্ত লিখতে হয়েছে।ধন্যবাদ।
১১ মার্চ ২০১১; রাত ১২:৩২
158579

নেটপোকা লিখেছেন : অন্তত নীতিমালাটির অনলাইন কোন লিংক থাকলে দিতে পারেন। কারণ কোন কোন প্রতিবেদনে বলা হয়েছে, এতে সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকারের কথা মোটেই বলা হয়নি। তাই নিশ্চিত হয়ে চাই।
১২ মার্চ ২০১১; বিকেল ০৪:২৯
159787

সত্য কথা লিখেছেন : অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত ২৫এর ২অনূচ্ছেদে উত্তারিধাকারে নারী-পূরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে...অবশ্য সারা দেশে
প্রতিবাদের ঝড় উঠায় এখণ ঘষামাজ়া চলছে অনুমোদনের পর...সম-অধিকারের জায়গায় পুর্ণ নিয়ন্ত্রণের অধিকার শব্দটা সংযোজিত হয়েছে!
১২ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:১৬
159811

সত্য কথা লিখেছেন : http://www.shahriar.info/post-item/3929.html

No comments:

Post a Comment