Sunday, August 1, 2010

আমাদের স্বরাস্ট্রম্নন্ত্রী......

আমাদের স্বরাস্ট্রম্নন্ত্রী......

লিখেছেন সত্য কথা ১২ জানুয়ারী ২০১১, রাত ০৯:১৩
আমাদের মন্ত্রিদের মাঝে কে যে কখন কি বলে বসে তা আমজনতার আগ থেকে বুঝার কোন ওপায় নাই।কে যে কখন কি অদ্ভূত তথ্য আর তত্ব নিয়ে হাজির হবেন,তা এক মাত্র আল্লাহ মালুম...তবে আমাদের মহামান্য স্বরাস্ট্র মন্ত্রি যে কি তথ্য সাপ্লাই করবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে,সেটা সম্ভবত আগ থেকেই সবাই বুঝতে পারেন।দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত করুন পরিস্থিতি হোক,যতো অবনতি হোক,স্বরাস্ট্র মন্ত্রি অম্লান বদনে বলে যান-আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কোন পরিস্থিতির চেয়ে ভাল...আমার জিজ্ঞাসা আর কত অবনতি হলে,স্বরাস্ট্র মন্ত্রির হুশ হবে,দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নাই...সাহারা খাতুনের এই হুশ টুকু নাই,তার এই মন্তব্য,সন্ত্রাসীদের উস্কে দেয়া হচ্ছে......কবে ঘুম ভাংবে আমাদের সাহারা খাতুনের?আর কত আবনতি হলে স্বরাস্ট্র মন্ত্রীর মনে হবে,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে??????
শেয়ার করুন 
৮০ বার পঠিত, ১১ টি মন্তব্য
রেটিং +১/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
140415
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:১৮
mizanur rahman mizan লিখেছেন : আর কত আবনতি হলে স্বরাস্ট্র মন্ত্রীর মনে হবে,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে??????
.......সময় এখনো অনেক বাকী।
এখনো তো লাশের উপরে উঠে নৃত্য করার মহড়া দেখা যায় নি !
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:২৯
105574

সত্য কথা লিখেছেন : ভাই আসলেই তাই    ।শূধু বাকি আছে এখন খুন করে পার্টি দেয়ার    ।রেপ করে তো অনেক আগেই দিয়েছে।
140418
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:২০
আবু জারীর লিখেছেন : তার মুখের এমনিতেই যে অবস্থা, তার পরে যদি কোন কারনে আরও মলিন করে তাহলে দিনের আলোতেও তার মুখশ্রী যে কেমন হবে সে চিন্তাকি আপনার আছে?
ওনার মন্ত্রীত্ব না যাওয়া পর্যন্ত হুস হবে বলে মনে হয়না।
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:৩০
105576

সত্য কথা লিখেছেন :     
140430
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:৩৩
চ্যালেণ্জ্ঞার সিদ্দীক লিখেছেন : ---------------------------------------

চাদা বাজের হারাম টাকা এখন শুধু খাওয়া
জন সেবায় এখন কিন্তু যায়না ওদের পাওয়া
দেহ বাজি করে এখন নায়রে ওদের হায়া
টেণ্ডার বাজের মাঝে দেখো ওদের আছে কায়া
মামলা বাজে ফাস্ট হয়ে খাচ্ছে এখন হওয়া
সংসদে বসে কাজ নেয় শুধু গালি দেওয়া
টাকা কামায় যত পারে ছেড়ে দেশের মায়া।
-------------------------------------

আপু ৩ বছর পর ঘুম ভাংবে।
প্রতিবাদ করা হয় যেনো।
+++
১২ জানুয়ারী ২০১১; রাত ১০:৫৪
105630

সত্য কথা লিখেছেন : খুব সুন্দর কবিতা।আপনাকেও +++
140445
১২ জানুয়ারী ২০১১; রাত ০৯:৫৫
বোকা পন্ডিত লিখেছেন : আমি কিন্তু সাহারা মাগীর সথে সম্পুর্ন একমত যে "আইনশৃঙ্খলা এখনও ততটা খারাপ না" কারন বর্তমান আইনশৃঙ্খলার কারনেই এখনো আওয়ামী ধর্ষকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে জনতার সামনে ধর্ষন করতে পারে নাই। এটা নিঃসন্দেহে আইনশৃঙ্খলা বাহীনিরই কৃতিত্ব!
১২ জানুয়ারী ২০১১; রাত ১০:৫৬
105631

সত্য কথা লিখেছেন : ভেবে দেখার বিষয়।   
141549
১৪ জানুয়ারী ২০১১; রাত ০১:১৪
নীল পরীদের রাজা লিখেছেন : কি কস দেশের আইন সৃংখলা পরিস্থিতি তো অনেক ভালা।কোথথাও কোন সমস্যা নাইকা।মানুষ ৭৫ পুর্ব আমলের মতো ঘরের দরজা জানালা খুলে এমনকি জামা কাপড় পর্যন্ত খুলে ঘুমাইতে পারতাচে।দেশে যা সমস্যা তা সব জামাতি ছাগুদের কাজ।

বনবন্ধুর চনার বাংলা চত্তিকার অর্থে চনার বাংলা হয়ে গেছে।
মিথ্যা কথা বলার কারনে তূরে মাইনাস।
তোর পুষ্টে ভুলে প্লাস দিয়া ফালাইছি,তয় অইটা আসলে মাইনাস হবে।
১৪ জানুয়ারী ২০১১; রাত ০৪:৩৮
106505

সত্য কথা লিখেছেন : সুধু ঘরেই জামা কাপর খুলে ঘুমাচ্ছে না মানুষ,শাসক দলের কল্যানে রাস্তাঘাটেও মাণূষের জামা কাপড় খূলা হচ্ছে এখন।তবে ভাই শাসক দলের সাপোর্টার বলে ভদ্রতা জানবেননা কেন এটা কোন কথা হলো।এ টা তো আর জামাত শিবিরের একার সম্পত্তি না।আমিতো জ়ামাত শিবির করিনা,কিন্তু ভদ্রতা জানি।আপনাকে ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য।  

No comments:

Post a Comment