আমাদের মন্ত্রিদের মাঝে কে যে কখন কি বলে বসে তা আমজনতার আগ থেকে বুঝার কোন ওপায় নাই।কে যে কখন কি অদ্ভূত তথ্য আর তত্ব নিয়ে হাজির হবেন,তা এক মাত্র আল্লাহ মালুম...তবে আমাদের মহামান্য স্বরাস্ট্র মন্ত্রি যে কি তথ্য সাপ্লাই করবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে,সেটা সম্ভবত আগ থেকেই সবাই বুঝতে পারেন।দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত করুন পরিস্থিতি হোক,যতো অবনতি হোক,স্বরাস্ট্র মন্ত্রি অম্লান বদনে বলে যান-আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কোন পরিস্থিতির চেয়ে ভাল...আমার জিজ্ঞাসা আর কত অবনতি হলে,স্বরাস্ট্র মন্ত্রির হুশ হবে,দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নাই...সাহারা খাতুনের এই হুশ টুকু নাই,তার এই মন্তব্য,সন্ত্রাসীদের উস্কে দেয়া হচ্ছে......কবে ঘুম ভাংবে আমাদের সাহারা খাতুনের?আর কত আবনতি হলে স্বরাস্ট্র মন্ত্রীর মনে হবে,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে??????
No comments:
Post a Comment