Sunday, August 1, 2010

গান,কবিতা এবং আমি...

গান,কবিতা এবং আমি...   

লিখেছেন সত্য কথা ১৩ এপ্রিল ২০১১, রাত ০২:৫০
পৃথিবেতে আমি ই মনে হয় এক আজ়ব সৃস্টি যে গান এবং কবিতার কিছুই বুঝেনা।গান...আমাকে অনুবাদ করে বুঝাতে হয়!আর কবিতা পড়লে মনে হয় আমার মাথা নস্ট নাকি কবিদের মাথা নস্ট বূঝিনা    ..আমার ব্রেইন এ সমস্য বলে কি আমি বুঝছিনা ওরা কি লিখছে,নাকি তাদের ব্রেইন এ সমস্য বলে তারা এমন উল্টাপাল্টা লিখছে!!কবিতা নিয়ে এমন ভয়াবহ পজিশন আমার সেই আমি আজকে ৩দিন দিবা-রাত্রি কবিতার বই সামনে নিয়ে বসে আছি আর কি লিখে গেছে ব্যটারা ৪-৫০০বছর আগে তা বুঝার চেশটা করছি।তাও আবার ইংরেজী কবিতা।বাংলা ভাষার কবিতাই বূঝিনা ব্যটারা বাংলা লিখছে না হিব্রু লিখছে।এর উপর ইংরেজী...  
অবশ্য ইংলিশ কবিতা আর বাংলা কবিতার মাঝে খুব একটা পার্থক্য খুজেঁ পাচ্ছিনা।২টাই একি রকম মঙ্গল গ্রহের ভাষা আর বিদঘুটে।


উল্লেখ্যঃআমি ছড়া খূব সুন্দর বুঝি,আর খুব মজা লাগে।আর গানের মাঝে ইসলামিক গানটা বুঝি।শুনতে শুনতে মাঝে আমার চোখ ভিজে উঠে।দোয়া করেন সবাই আমার জন্য,কয়দিনের জন্য হলেও আল্লাহ আমার মাথায় কবিতাটা ঢূকিয়ে দেন।
শেয়ার করুন 
৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
রেটিং +২/-১
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
231577
১৩ এপ্রিল ২০১১; রাত ০৪:৫০
ওমর আল ফারুক লিখেছেন : ভালো...................... ইসলামিক গান গুলো বুঝেন .. আর বেশী কিছু বেশী না বুজলে ও ভালো । লেখার হাত ভালো আছে । লিখতে থাকুন । পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।পিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচপিলাচ
১৩ এপ্রিল ২০১১; রাত ০৪:৫৬
191083

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ।তবে ভাই আমি মহা সমস্যায় আছি কবিতা নিয়ে।দোয়া করেন কবিতাটা যেন মাথায় ঢূকে।   আর হাতের লিখা শক্তিশালী হওয়ার জন্য আরো বেশি করে দোয়া করেন।এটা আমার জন্য আরো বেশি দরকার।ধন্যবাদ মন্তব্যের জন্য।
231589
১৩ এপ্রিল ২০১১; সকাল ০৫:৪৩

No comments:

Post a Comment