একটা সময় ছিল,যতোবার বৃস্টি হতো ততোবার ভিজতাম।গভীর রাতে হঠাৎ ঘূম ভেঙ্গে যেত,সজাগ হয়ে দেখতাম মুষলধারে বৃস্টি হচ্ছে।ঘুম থেকে উঠে দরজা খুলে নেমে যেতাম উঠানে।রাত দুপুরে ঘুম থেকে উঠে বৃস্টিতে ভিজছি এটা একটা কমন ব্যপার আমার জন্য।কিন্তু কেন জানি অনেক অনেকদিন ধরে বৃস্টিটা ভিজা হচ্ছেনা।বৃস্টি হলে মূগ্ধ হয়ে এখনো তাকিয়ে থাকি,কিন্তু বৃস্টিতে ভিজা হয়ে উঠেনা এখন আর।
কিন্তু আজ খুব ইচ্ছে করছে,বৃস্টিতে গোসল করি।অনেক অনেক সময় নিয়ে ভিজি।কোন কারন ছাড়াই মনটা আজ়কে মেঘলা আকাশের মত।কিছুটা বিষন্ন।মনে হচ্ছে,খুব মনে হচ্ছে বৃস্টিতে ভিজলে হয়তো ভাল্লাগবে।বৃস্টির পানির সাথে হয়তো ধুয়ে যাবে মন খারাপগূলো।
কিন্তু না আজকে বৃস্টি হবেনা।আমি যে চাচ্ছি খুব বৃস্টি,এজন্য বৃস্টি হবেনা।আমি যা চাই,তা হবেনা এটা নিয়তির একটা সাধারন বিধান।এখন বিকেল পাচঁটা।গোসল না করে এখনো অপেক্ষা করছি একটা বৃস্টির জন্য।
সত্য কথা লিখেছেন : লক্ষ্ণন দেখে মনে হচ্ছেনা আসবে।কিন্তু আমি অপেক্ষায় আছি....আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ।
২৪ মে ২০১১; সন্ধ্যা ০৬:১৫
234655
সত্য কথা লিখেছেন : আপনার প্রার্থনা কবুল হয়েছে।অবশেষে ভোর চারটায় এসেছিল বহুত কাঙ্খিত বৃস্টি,এবং অনেক অনেক্ষন ভিজেছিলাম।ধন্যবাদ আপনাকে প্রার্থানার জন্য।
৩
269508
১৯ মে ২০১১; রাত ০১:২৮
লাল বৃত্ত লিখেছেন : বৃষ্টি আসবেই ওহে তৃষ্ণার্ত চাতকীনী। কেবল একটু অপেক্ষা, এর পর আকাশ কাঁদবে। আর হাসবে তোমার মন। এইতো মানব মুদ্রা। এক পিঠে হাসি আর অন্যপিঠে কান্না।
১৯ মে ২০১১; রাত ০১:৩৪
228683
সত্য কথা লিখেছেন : চাতকীনী তৃষ্ণার্ত হয়ে ছটফট করতে থাকে,তবু তার নজর আকাশের দিকে।তার দৃস্টি নিচে নামেনা। ধন্যবাদ মন্তব্যের জন্য আর সান্তনা বাণী শূনাবার জন্য। : তবে বৃস্টি আসেনি এখনো। ।
২৪ মে ২০১১; সন্ধ্যা ০৬:১৯
234660
সত্য কথা লিখেছেন : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ভোর চারটায় এসেছিল বহুত কাঙ্খিত বৃস্টি,এবং অনেক অনেক্ষন ভিজেছিলাম
২৪ মে ২০১১; সন্ধ্যা ০৭:২৯
234769
লাল বৃত্ত লিখেছেন : এবং তারা ভিজে, বার বার ভিজে তবু তাদের ভেজার তৃপ্তি পূর্ণতা পায়না।
No comments:
Post a Comment