আমি ফেলানি।রংপুরের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরি উপজেলার বানারভিট গ্রামে জন্মেছিলাম আমি।দরিদ্র পরিবার।বাবা মার সাথে চলে গিয়েছিলাম প্রতিবেশী রাস্ট্র ভারতে।বাবা আমার বিয়ে ঠিক করে আমাকে নিয়ে দেশে আসছল।৭ই জানুয়ারি।আমার বিয়ের কথা ছিল।নতুন জীবন শুরু করার স্বপ্ন আমার ২চোখে।ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ফিরছিলাম স্বাধীণ দেশে।তোমাদের বাংলাদেশে।নতুন জীবন শূরু করার স্বপ্ন নিয়ে।সীমান্ত অতিক্রম করার সময় কাটা তারের বেড়ায় আটকে গিয়েছিল আমার ওড়না।ভয় পেয়ে চিতকার দিয়ে উঠেছিলাম আমি।আমার আর্তচিতকারে গর্জে উঠল,তোমাদের বন্ধু দেশ বি.এস.এফ এর রাইফেল।ঝাঝঁড়া করে দিল আমার বুক।পানি পানি বলে চিতকার করছিলাম আমি।কিন্তু পায়নি ১ফোটাঁ পানি আমার মৃত্যুর সময়।যে হাত আমার মেহেদি দিয়ে রাঙা হয়ে উঠার কথা ছিল,বন্ধু রাস্ট্রের সীমান্ত রক্ষীরা আমার সে হাত রাঙ্গাতে দেয়নি,মেহেদির রঙ্গে।করেছে তোমাদের জমিন রঙিন আমার টক্টকে লাল তাজা রক্তে...
সত্য কথা লিখেছেন : গর্জে ওঠ বাংলাদেশ।তোমার বোনের রক্তের শপথ নাও।এর প্রতিবাদ না করে ঘরে ফিরবেনা।
৭
147022
১৯ জানুয়ারী ২০১১; রাত ১১:৫৫
রোদেলা লিখেছেন : সীমান্তে বড়জোড় বছরে ২/১ জন চোরাকারবারী কিংবা গরুচোর মারা যেতে পারে। বন্ধুদেশের সাথে সম্পর্ক নষ্ট করতেই একজন ফেলানীকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। সীমান্তে হত্যাকান্ডের ব্যাপারে মিথ্যাচার করা হচ্ছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে ২/১ জন চোরাকারবারী কিংবা গরুচোরের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হলেও চেচামেচি করা হচ্ছে। ফেলানী নামে চোরাকারবারীর অভিযোগ রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই জামাতিরা টাকার বিনিময়ে আন্তর্জাতিকভাবে প্রতিবেশি বন্ধুরাষ্ট্রের ব্যাপারে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে। http://sonarbangladesh.com/blog/rodela/22532
৮
147083
২০ জানুয়ারী ২০১১; রাত ০১:২৩
সত্য কথা লিখেছেন : গাজাঁ খেয়ে আসছেন নাকি রোদেলা...
No comments:
Post a Comment