Sunday, August 1, 2010

মেয়েগুলো কেন আত্যহত্না করে?????বেচেঁ থাকতে হবে সংগ্রাম করে......

মেয়েগুলো কেন আত্যহত্না করে?????বেচেঁ থাকতে হবে সংগ্রাম করে......

লিখেছেন সত্য কথা ০৮ মার্চ ২০১১, সন্ধ্যা ০৭:১৪
কুমিল্লা জ়েলার চান্দিনা উপজ়েলার মাধাইয়া গ্রামের লাবন্য মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্নহত্যা করেছে।লাবন্য ছাদিম উপজ়েলার নবম শ্রেণীর ছাত্রী।পিতার নাম বাবুল মিয়া।খবরে প্রকাশ,একই গ্রামের আমির হোসেনের ছেলে জামাল,আলী ব্যপারীর ছেলে রাজ়ূ।কেরামত মাস্টারের ছেলে রিপন লাবন্যকে উত্যক্ত করত।লাবন্য তাদের প্রস্তাবে রাজ়ী না হওয়ায়,কাঠমিস্ত্রী রাসেলকে জড়িয়ে অপবাদ রটায়।এবং সালিশের মাধ্যমে লাবন্যের পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দেয়।অপবাদ সইতে না পেরে আত্নহত্যা করে ল্যাবন্য।ফুটফূটে মেয়েটি বিষের যন্ত্রণায় ণীল হয়ে যায়।মেয়ে,ক্যলেন্ডারের পাতায়২০১১সাল।সময় এগিয়েছে অনেক।কিন্তূ তোমাদের প্রতি সমাজের দৃস্টিভঙ্গী চেঞ্জ হয়নি।সমাজ় আজো তোমাকে নারী ভাবে,মাণূষ ভাবতে পারেনি।কিন্তূ মেয়ে তোমরা নিজেদের মানুষ ভাবতে শিখ।একই অপবাদে যদি রাসেলের কোন ক্ষতি না হয়,তোমার কেন ক্ষতি হবে???????ফাইট দিতে শিখ সমাজ়ের বিরুদ্ধ।আদায় করো মাণূষ হিসেবে অধিকার।তোমার সামনে আদর্শ হিসেবে আছে-আল্লাহর রাসুলের প্রিয়তমা পত্নী বিবি আয়েশা।যার বিরুদ্ধে দেয়া হয়েছিল চরম অপবাদ।কিন্তু ধৈর্যের সাথে মুকাবিলা করেছিলেন সে পরিস্থিতি।মনে রেখ মেয়ে,যুগ যুগ ধরে সমাজের কিছূ বিবেকহীন মানুষ অপবাদ দিয়ে আসছে তোমার উপর।কিন্তু এ অপবাদে ভেঙ্গে পড়লেতো চলবেনা।আয়েশা (রাঃ)কে মডেল হিসেবে নাও।সর্বোপরি মনে রেখ-আল্লাহ রাব্বূল আলামিনের সে বিধান-আত্নহত্যাকারীর জন্য রয়েছে কঠিণ শাস্তি।।।




আল্লাহ আমাদের সবাইকে ঈমাণের সাথে মৃত্যূ বরনের তৌফীক দান করূক...
শেয়ার করুন 
৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
রেটিং +০/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
196789
০৮ মার্চ ২০১১; সন্ধ্যা ০৭:৩০
রিজাউল করীম লিখেছেন : সমাজই যখন আত্মহত্যার প্রস্তুতি শেষ করেছে, সেখানে লাবন্যদের দাম কে দেবে? ধন্যবাদ।
১০ মার্চ ২০১১; রাত ১০:০২
158326

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য...
196810
০৮ মার্চ ২০১১; সন্ধ্যা ০৭:৪৯
প্রবাসী আশরাফ লিখেছেন : তোমার সামনে আদর্শ হিসেবে আছে-আল্লাহর রাসুলের প্রিয়তমা পত্নী বিবি আয়েশা। আয়েশা।যার বিরুদ্ধে দেয়া হয়েছিল চরম অপবাদ।কিন্তু ধৈর্যের সাথে মুকাবিলা করেছিলেন সে পরিস্থিতি। -

আল্লাহ আমাদের এই বোনদের এই দুইটি লাইন হৃদয় দিয়ে উপলব্ধি করার তৌফিক দান করুক। ধন্যবাদ চমৎকার পোষ্টটির জন্য।
১০ মার্চ ২০১১; রাত ১০:০৭
158327

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য..
196848
০৮ মার্চ ২০১১; রাত ০৮:১২
ব্যঙ্গমা লিখেছেন : পুরুষতান্ত্রিক সমাজের কাছে মেয়েদের মানসিক দাসত্ব তাদেরকে ধ্বংস করেছে।
১০ মার্চ ২০১১; রাত ১০:০৭
158329

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগে আসার জন্...
196855
০৮ মার্চ ২০১১; রাত ০৮:১৫
শান্তির নীড় লিখেছেন : মেয়ে তোমরা নিজেদের মানুষ ভাবতে শিখ। একই অপবাদে যদি রাসেলের কোন ক্ষতি না হয়,তোমার কেন ক্ষতি হবে???????
১০ মার্চ ২০১১; রাত ১০:০৮
158330

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগে আসার জন্...

No comments:

Post a Comment