Sunday, August 1, 2010

প্রধানমন্ত্রীকে আরো সতর্ক হতে হবে…

প্রধানমন্ত্রীকে আরো সতর্ক হতে হবে…

লিখেছেন সত্য কথা ২৭ মার্চ ২০১১, সন্ধ্যা ০৭:৫১
বিভিন্ন সভা সমাবেশে প্রায় শুনা যায় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য।সন্ত্রাসী যে দলেরই হোক,তাকে ছাড়া হবেনা।প্রধানমন্ত্রী প্রায় তার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা বলেন।কিন্ত্য বাস্তবে কখনো কখনো দেখা যায় ভিন্ন চিত্র।
নিচের ছবিটা দেখুন-



র‌্যবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামিম ওসমানকে যখন দেখা যায় একই মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে হাত নাড়ছেন,তখন জনগনের কাছে ভিন্ন মেসেজ যায়।তারা ভাবতে শুরু করে প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ হয়তো শুধু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।বাস্তব আসলে ভিন্ন।তাই প্রধানমন্ত্রীকে আরো সতর্ক এবং সাবধানে পা ফেলতে হবে বাকি সময়টাতে।
শেয়ার করুন 
৮৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
রেটিং +৬/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
214749
২৭ মার্চ ২০১১; রাত ০৮:০২
সত্য প্রকাশে আপোসহীন লিখেছেন : এসব হুংকার শুধুই ভাঁওতাবাজি! নিঃশ্চই একমত, কি বলেন ... .. ?
২৭ মার্চ ২০১১; রাত ০৮:১৮
174095

সত্য কথা লিখেছেন : বাস্তবে যখন দেখা যায় ভিন্ন চিত্র,তখন জনগনের কাছে ভিন্ন মেসেজ যায়।তারা ভাবতে শুরু করে প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ হয়তো শুধু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।বাস্তব আসলে ভিন্ন।তাই প্রধানমন্ত্রীকে আরো সতর্ক এবং সাবধানে পা ফেলতে হবে বাকি সময়টাতে।ধন্যবাদ মন্তব্যের জন্য।
214753
২৭ মার্চ ২০১১; রাত ০৮:১১
সাহারা....... লিখেছেন : তাদের কোন চরিত্র আছে না কি ?
২৮ মার্চ ২০১১; দুপুর ১২:২৮
174669

মোঃ মোর্শেদ আলম লিখেছেন : তাদের চরিত্র আছে তবে সেইটা মন্দ চরিত্র। আমাদের উচিৎ তাদের চরিত্র জাতির সামনে তুলে ধরা।
২৮ মার্চ ২০১১; দুপুর ০১:৩৪
174713

সত্য কথা লিখেছেন : বাস্তবে যখন দেখা যায় ভিন্ন চিত্র,তখন জনগনের কাছে ভিন্ন মেসেজ যায়।তারা ভাবতে শুরু করে প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ হয়তো শুধু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।বাস্তব আসলে ভিন্ন।তাই প্রধানমন্ত্রীকে আরো সতর্ক এবং সাবধানে পা ফেলতে হবে বাকি সময়টাতে।ধন্যবাদ মন্তব্যের জন্য।
214795
২৭ মার্চ ২০১১; রাত ০৯:১২
বড় ভাল লোক ছিল লিখেছেন : শামিম ওসমারাই তো আওয়ামীলীগ চালায় পাশে আর কাকে আশা করেন.................
২৮ মার্চ ২০১১; রাত ০২:২৭
174491

সত্য কথা লিখেছেন : বিভিন্ন সভা সমাবেশে প্রায় শুনা যায় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য।সন্ত্রাসী যে দলেরই হোক,তাকে ছাড়া হবেনা।প্রধানমন্ত্রী প্রায় তার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা বলেন।বাস্তবে যখন দেখা যায় ভিন্ন চিত্র,তখন জনগনের কাছে ভিন্ন মেসেজ যায়।তারা ভাবতে শুরু করে প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ হয়তো শুধু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।বাস্তব আসলে ভিন্ন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
215342
২৮ মার্চ ২০১১; দুপুর ১২:২৬
মোঃ মোর্শেদ আলম লিখেছেন : (BAL=bangladesh awami league)-এর সোনার ছেলেদের অপকর্মের বিচিত্র চিত্র দেখবেন?
২৮ মার্চ ২০১১; দুপুর ০১:৩৭
174718

সত্য কথা লিখেছেন : প্রধানমন্ত্রী প্রায় তার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা বলেন।কিন্ত্য বাস্তবে যখন দেখা যায় ভিন্ন চিত্র। তখন জনগনের কাছে ভিন্ন মেসেজ যায়।তারা ভাবতে শুরু করে প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ হয়তো শুধু বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ।বাস্তব আসলে ভিন্ন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৯ মার্চ ২০১১; সকাল ১০:১৭
175572

মোঃ মোর্শেদ আলম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

No comments:

Post a Comment