Sunday, August 1, 2010

কস্ট বিলাস....

কস্ট বিলাস....

লিখেছেন সত্য কথা ০৫ জানুয়ারী ২০১১, রাত ০১:৪২
বিকেলে online এ বসে ছিলাম..খালা খালা বলে মাকে ডাকতে ডাকতে এক যুবতি মহিলার আগমন..সাথে ২টা শিশূ...

পাশের বাড়ি আগে ভাড়া থাকত,সেই সুবাধে পরিচয়..মাঝে মাঝে টূকিটাকি কাজ করে দিত আমাদের।

কেমন আছেন জিজ্ঞেস করতে মহিলার চোখে মূখে যে হতাশা দেখলাম,নিজেকেও খুব অসহায় মনে হয়েছিল।

হতদরিদ্র family..কিন্তু সুখ ছিল।দরিদ্রের ১মাত্র সম্পদ।husbend রিক্সা চালাত।

কিন্তু সে আর ১টি বিয়ে করেছে এখন।খোজ় খবর নেয়না।মহিলা থাকে ভাড়া বাড়িতে।২টা কিস্তি মহিলা তূলে দিয়েছে পতিদেবতাকে।

সেই টাকা সুধ সহ টানতে হছছে মহিলাকে অথচ ঘরে খাবার নাই।২মাসের শিশূ কে সাথে নিয়ে কেউ বাসায় কাজে নিবেনা।

কি করবে সে।এই প্রস্নের ওত্তরে ফেলফেল করে তাকিয়ে ছিলাম তার দিকে,কিছুই বলতে পারিনি।সমাধান দিল সে নিজেই-ভিখখেয় নামবে।







2011সাল।।কত vision mission amader...!!!!অথচ চোখের সামনে ১গৃহবঁধুকে ঘর ছেড়ে ভিখখেয় নামতে

দেখতে হছহে।।তার অসহায় চেখের সামনে নিজের দুখখ কস্ট হতাশাগূলূকে মনে হয়েছে কস্ট বিলাশ.....



R RASTRER NEA VISION MISSION GULUKE mone hoese Khub boro dhoroner JOCK....!!!
শেয়ার করুন 
৯৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
রেটিং +৯/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
132817
০৫ জানুয়ারী ২০১১; রাত ০১:৪৬
লাল বৃত্ত লিখেছেন : খুব কষ্ট হচ্ছে বুকে।
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:০১
99436

সত্য কথা লিখেছেন : দোয়া করেন
132818
০৫ জানুয়ারী ২০১১; রাত ০১:৪৯
সাইফ বরকতুল্লাহ লিখেছেন : এক বুক জ্বালা নিয়ে আমি বয়ে বেড়াই......
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:০২
99437

সত্য কথা লিখেছেন : আপনার বুক ঠানডা হোক।
132827
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:১০
খবরের পাতাগুলো লিখেছেন :    
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:১৪
99443

সত্য কথা লিখেছেন : দোয়া করেন
132836
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:২৭
বিবেক সত্যি লিখেছেন : :-(
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:৪১
99446

সত্য কথা লিখেছেন :   
132838
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:৩১
বাঙালী**** লিখেছেন : আল্লাহ তাদেরকে বরকত দান করুন আমীন ।
০৫ জানুয়ারী ২০১১; রাত ০২:৪২
99447

সত্য কথা লিখেছেন : শুকরিয়া
132865
০৫ জানুয়ারী ২০১১; রাত ০৩:৪০
আলাউদ্দীন মোহাম্মদ লিখেছেন :      
০৫ জানুয়ারী ২০১১; রাত ১১:৫১
100135

সত্য কথা লিখেছেন :     
132968
০৫ জানুয়ারী ২০১১; সকাল ১০:৩৯
পরশ্রীকাতর লিখেছেন : আমার চারপাশে তাকারে এমন হাজার মুখ চোখে পড়ে কিন্তু কিছুই করতে পারিনা আমি তাদের জন্য, কারণ আমিও তাদের চেয়ে খুব বেশি ভাল নাই। আর তাইতো বলি হে আল্লাহ সাহায্য করো আমাদের।
০৫ জানুয়ারী ২০১১; রাত ১১:৫৪
100137

সত্য কথা লিখেছেন : আমার আগে মনে হত আমিও কসটে আছি...এখন মনে হয়,না ভালো আছি আমি..
133683
০৫ জানুয়ারী ২০১১; রাত ১০:৫৪
স্বপ্নচারী লিখেছেন : দুঃখবোধে আচ্ছন্ন হয়ে গেলাম 
০৫ জানুয়ারী ২০১১; রাত ১১:৫৬
100141

সত্য কথা লিখেছেন :   .দোয়া করেন.

No comments:

Post a Comment