অনেক আগে ১দেশে ১রাজা ছিল।১রাতে রাজা সপ্ন দেখল,তার সবগুলু দাঁত পরে গেছে,শুধু ১টা দাত রয়ে গেছে।চিন্তিত হয়ে গেলেন রাজা।ডাকা হলো রাজ জৌতিষীকে।জৌতিষী বেটা বলল-মহারাজ়,আপনিতো ভয়াবহ স্বপ্ন দেখেছেন।আপনি মারা যাওয়ার আগে আপনার আত্বীয় স্বজন সব মারা যাবে।আপনাকে শেষ বয়ষে একা একা নিঃসঙ্গ জীবন যাপন করতে হবে।রাজা স্বপ্নের ব্যাখ্যা শুনে রাগান্বিত হয়ে জৌতিষীকে মৃত্যু দন্ড দিলেন।ডাকা হলো আর এক জৌতিষীকে।সব শূনে জৌতিষী বলল-মহারাজ,আপনি খুবি ভাল স্বপ্ন দেখেছেন।আপনি অনেক অনেক বছর বেচেঁ থাকবেন।আপনার আত্বীয়স্বজ়ন সব মারা যাওয়ার পরেও আপনি বেচেঁ থাকবেন।রাজা মহাখুশী হয়ে তাকে রাজ জৌতীষি নিয়োগ করলেন।.....................কিছু বুঝলেন.....................??????
Note:কথা বলাটাও ১টা শিল্প।অনেকে ভাল কথাটাও এভাবে বলে,মানুষ যেটা শুনে সবাই বিরক্ত হয়।অনেকে সমালোচনাটাও অনেক সুন্দর করে যেটা শূনে মানুষ attracted হয়।।।
No comments:
Post a Comment