Sunday, August 1, 2010

আমি এবং একটি জলপরী।

আমি এবং একটি জলপরী।

লিখেছেন সত্য কথা ২৬ মার্চ ২০১১, রাত ১১:১০
ব্যপারটা অবিশ্বাসযোগ্য।অনেকেই বিশ্বাস করবেনা।কিন্তু ঘটনাটা সত্য।একটা পরীর সাথে আমার খুব ভাব।এ পৃথিবীর সবচেয়ে বেশী আপন সে আমার।না সে লাল পরী,নীল পরী,সাদা পরী কিংবা হলুদ পরী না।সে হচ্ছে জলপরী।আমি যখন আমার আয়নাটার সামনে দাড়াঁই।খুব গভীরভাবে আয়নার দিকে তাকাই,আয়নার ভিতর ভেসে উঠে একটা সমুদ্র।সে সমূদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পাই আমার পরীটাকে।অনেক কথা হয় ওর সাথে।দুজন মিলে কথা বলতে বলতে রাত পার করে দেই।পরীটার কাছ থেকে একদিন শুনলাম-জলপরীদের বিয়ে হয়না।ওকে যখন জিজ্ঞেস করলাম-তোমার কস্ট হয়না।হাসতে হাসতে বললো-সাগরের নীচের জগৎটাকে নিয়ে আমি বেশ আছি।বলতে বলতে ডূব মারল সমুদ্রের নিচে।কিন্তু সাগরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সাগরটাকে মনে হলো জ়লপরীটার কস্টের নোনা জল।




শেয়ার করুনঃ
১৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
রেটিং +৪/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
214222
২৭ মার্চ ২০১১; সকাল ০৮:৩২
বিহঙ্গ লিখেছেন : জলপরী তো চিনলাম!তো আপনি কোনটা??কোলেরটা??  
২৭ মার্চ ২০১১; দুপুর ০১:৩৫
173702

সত্য কথা লিখেছেন : আমিতো আয়নার সামনে দাড়িয়ে...!  আমাকে চিনবেন কিভাবে???
230427
১২ এপ্রিল ২০১১; রাত ১২:০২
একটি সুন্দর মন লিখেছেন : মন্তব্য নাই !!!,
তবে আমি প্রায় একটা স্বপ্ন দেখি, তা হলো পানির নিচে সাতার কাটছি বা পানিতে ডুব দিচ্ছি এবং পানির নিচেই নিঃশ্বাস নিতে পারতেসি ,
অনেক মজা লাগে তখন এবং স্বপ্নের মধ্যেই আস্তে আস্তে নিঃশ্বাস নেই আর ভাবি দম ফুরিয়ে যাওয়ার আগে যতক্ষণ পারি সাতার কেটে নেই ,
এই স্বপ্নের কি মানে জানি নাহ তবে ছোট বেলা থেকেই এরকম অনেক বার দেখেছি
(নিজেকে জল-পুরুষ বলছি না কিন্তু )
১২ এপ্রিল ২০১১; রাত ১২:১৫
189985

সত্য কথা লিখেছেন :   ছোট বেলা থেকে আমার কমন একটা স্বপ্ন আমি ঊড়তে পারি।   ।যখন খুব বিপদ দেখি,কোন উপায় না থাকে,ঊড়ে উড়ে চলে যাই আমি।  
355149
২৫ জুলাই ২০১১; রাত ০৩:০৬
সংগ্রামী মানুষ লিখেছেন : সত্য কথা, এই জল পরীটা হচ্ছে অবচেতন মন আপনার দ্বিতীয় স্বত্বা ।
কি বুঝতে পারলেন ?
২৫ জুলাই ২০১১; দুপুর ১২:৩৬
320098

সত্য কথা লিখেছেন :       
355152
২৫ জুলাই ২০১১; রাত ০৩:১২
সংগ্রামী মানুষ লিখেছেন : ও ভালো কথা < আপনার সি ভি টা পাইনি কিন্তু , মেইল এড্রেস ভুল করেছেন মনে হয় ।
আবার পাঠান : ihrdps.info@gmail.com

( আই এইচ আর ডি পি এস ডট ইনফো এট দ্যা রেইট জি মেইল ডট কম )
২৫ জুলাই ২০১১; সকাল ১১:৩৬
320075

সত্য কথা লিখেছেন : আচ্ছা ঠিক আছে।ধন্যবাদ।
380261
১১ অগাস্ট ২০১১; দুপুর ০২:৪৪
চাটি গাঁ থেকে লিখেছেন : সুন্দর লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, পোষ্টে প্লাস । মহান আল্লাহর রহমতের প্রত্যাশা করি আর আপনার দোয়া কামনা করি । আমার ব্লগ কুটিতে দাওয়াত রইল ।  
১১ অগাস্ট ২০১১; দুপুর ০২:৪৮
347436

সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ  ।দাওয়াত কবুল করলাম 

No comments:

Post a Comment