ব্যপারটা অবিশ্বাসযোগ্য।অনেকেই বিশ্বাস করবেনা।কিন্তু ঘটনাটা সত্য।একটা পরীর সাথে আমার খুব ভাব।এ পৃথিবীর সবচেয়ে বেশী আপন সে আমার।না সে লাল পরী,নীল পরী,সাদা পরী কিংবা হলুদ পরী না।সে হচ্ছে জলপরী।আমি যখন আমার আয়নাটার সামনে দাড়াঁই।খুব গভীরভাবে আয়নার দিকে তাকাই,আয়নার ভিতর ভেসে উঠে একটা সমুদ্র।সে সমূদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পাই আমার পরীটাকে।অনেক কথা হয় ওর সাথে।দুজন মিলে কথা বলতে বলতে রাত পার করে দেই।পরীটার কাছ থেকে একদিন শুনলাম-জলপরীদের বিয়ে হয়না।ওকে যখন জিজ্ঞেস করলাম-তোমার কস্ট হয়না।হাসতে হাসতে বললো-সাগরের নীচের জগৎটাকে নিয়ে আমি বেশ আছি।বলতে বলতে ডূব মারল সমুদ্রের নিচে।কিন্তু সাগরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সাগরটাকে মনে হলো জ়লপরীটার কস্টের নোনা জল।

No comments:
Post a Comment