Sunday, August 1, 2010

কিছু কথা না বলে পারলামনা।

কিছু কথা না বলে পারলামনা।

লিখেছেন সত্য কথা ১৫ মার্চ ২০১১, সকাল ০৬:১৭
আমাদের দেশটা দেখতে যেমন সুন্দর,মানুষগুলুও সুন্দর।সবুজের সমাহরোহের এ দেশটার মানুষগূলোর রয়েছে সহজ সরল ১টা মন।রয়েছে ধর্মীয় সম্প্রীতির বন্ধন।প্রতিবেশী রাস্ট্রের উগ্র সাম্প্রদায়িকতা আচরণ কখণো ছাপ ফেলনি আমার দেশে।কিন্তু আমাদের দেশের আকাশে এখন শকুনের আনাগুনা।বিভিন্নভাবে তারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে।এই শকুনদের মদদে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা।করা হচ্ছে ধর্মকে চরমভাবে অপমানিত।সংবিধান সংশোধনের নামে জাতির সাথে করা হচ্ছে ইয়ার্কি।যেই সংশোধন কমিটির কো-চেয়ারম্যান আবার হিন্দু সম্প্রদায়ের লোক।হায়,আমার দেশের মুসলমানরা অকমর্ণ্য হয়ে পড়ছে,তাদের সংবিধান ঠিক করার দায়িত্ব ভিন-সম্প্রদায়ের এক লোকের হাতে।সম্প্রতি আল্লাহর আঈনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রনয়ণ করা হলো-নারী উন্নয়ন নীতিমালা।মুসলমানদের যে ফরায়েজী আঈন ঈংরেজ়রা পর্যন্ত পরিবর্তন করতে সাহস পায়নি,তাই করল এ সরকার।অর্থাৎ চারদিক থেকে ষড়যন্ত্রের জালে আমরা জড়িয়ে পড়ছি।এই মুহুর্তে আমাদের যার যার অবস্থান থেকে শক্ত প্রতিবাদ করা দরকার।এবং সব ধরনের বিভক্তি এবং ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকা দরকার।কিন্তু কিছুদিন ধরে খুব কস্টের সাথে লক্ষ্য করছি,কিছু অতি উৎসাহী মুফতি সাহেবরা এ সমস্ত অপকর্মের বিরুদ্ধে কথা বলা দূরে থাক,তারা ব্যস্ত শিয়া-সুন্নি দন্ধে।এক দল আর এক দলকে ফাসিক আর কাফির বলার প্রতিযোগিতায় ব্যস্ত।আরো কস্টের ব্যপার হচ্ছে এই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে আছেন সূন্নি মুফতী।অনেক ব্লগারের অনুরোধ সত্তেও তিনি এ মহৎ কাজ থেকে বিরক্ত হচ্ছেননা।সবচে লজ্জাজনক যে ঘটনা,এই মুফতী সাহেবের ভাষার ব্যবহার এতো অমার্জিত,ভাগ্য ভাল তিনি শুধু মুফতী আল্লাহর পথে কোন দায়ী না।এই মুফতীদের ফতোয়াবাজী কোথায় গিয়ে ঠেকেছে,ঈরানকে নিয়ে একটা পোস্ট দেয়ার কারণে একজ়ণ আমাকে পর্যন্ত শিয়া বানিয়ে ফেলেছে।অথচ আমি আজো পর্যন্ত কোন শিয়া গোষ্ঠীর কাউকে দেখেনি।আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে চেস্টা করেছিলাম,তাদেরকে এই অর্থহীন কাজ থেকে বিরত রাখতে।কিন্তু মুফতি সাহেব আমাকে ব্লক করে দিয়েছেন।প্রিয় ব্লগাররা ওনারা এমন অর্থহীন ব্যপার নিয়ে বিতর্ক করে,যার মধ্যে ১টা হচ্ছে,মূসা(আঃ) এবং আইউব (আঃ) উলঙ্গ হয়ে গোসল করতেন কিনা???এর মাধ্যমে ইসলামের শত্রুদের কাছে কিংবা অন্য ধর্নের লোকদের কাছে কি মেসেজ যাচ্ছে(কি অর্থহীন ব্যপার নিয়ে নুসলমানরা তর্ক করে) সে সম্পর্কেও তাদের কোন খেয়াল আছে বলে মনে হয়না।আমাদের দেশে শিয়া-সুন্নি কোন দন্ধ নেই।এমনকি অধিকাংশ মানুষ এস.এস.সি পরিক্ষায় ফর্ম ফিল আপ করার আগে জানেওনা সে শিয়া না সুন্নি।এবং জানার পরেও সে এ নিয়ে মাথা ঘামায়না।কিন্তু এই যে এখন কিছু মুফতি সাহেবেরা এভাবে শিয়া সুন্নি দ্বন্ধ তৈরি করে দিচ্ছেন এটা ঈসলানের কোন উপকারটা করছেন তারা??(ক্ষতি ছাড়া)তাই বলব প্রিয় ব্লগাররা,যারা ধর্মকে ভালবাসেন তারা এই অর্থহীন পোস্ট এবং কাজ কারবারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন।আল্লাহ নিশ্চই এর প্রতিদান দিবেন।
শেয়ার করুন 
৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
রেটিং +২/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
203046
১৫ মার্চ ২০১১; সকাল ০৯:৪০
চিরদিন বাংলাদেশ লিখেছেন : সহমত!
১৫ মার্চ ২০১১; দুপুর ০২:১৭
162357

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ..
203069
১৫ মার্চ ২০১১; সকাল ০৯:৫৯
"দ্রোহের-মন্ত্র" লিখেছেন : নীতিমালা পড়ে বুঝে পোস্ট দিলে ভাল লাগে।
আর প্রাচীণ আইন নিয়ে পড়ে থাকতে চাইলে গুহাবাসী হয়ে যাওয়াই ভাল, খামোখা কেন নাস্তিক-ইহুদী-নাসারা-কাফিরদের আবিষ্কার কম্পিউটার নিয়ে পড়ে থাকা ?
১৫ মার্চ ২০১১; দুপুর ০২:৩০
162364

সত্য কথা লিখেছেন : নীতিমালা পড়িনি সেটা আপনার মনে হলো কেন???আপনি যেই ধর্মের হোন,আপনি বিতর্ক করতে চাইলে সালাম।আর যদি জানতে চান তাহলে ভিন্ন কথা।ইসলামি আঈণ কখনো প্রাচীন না।ইসলাম হচ্ছে সব চেয়ে আধুনিক জীবণ ব্যবস্থা।আর পেয়েছেন কোথায় ইসলাম ধর্মের অনুসারীরা গুহায় বাস করত???সেটা করে অন্য ধর্মের সাধু-সন্ন্যাসীরা।ঈসলাম কখনো বৈরাগ্যবাদ এলাও করেনা।কম্পিউটারের কথা যেটা বলেছেন সেটা আরো হাস্যকর।ইসলাম হিন্দু ধর্মের মত সুচিবায়ূগ্রস্থ কোন ধর্মনা,অন্য ধর্মের লোকদের স্পর্শএবং তাদের জিনিস-পত্র হারাম।আল্লাহর রাসুলের জীবনি আর কোরআন পড়েন,তাহলেই বুঝতে পারবেন সব কিছু।ধন্যবাদ।
203127
১৫ মার্চ ২০১১; সকাল ১১:১৮
শামি লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
১৫ মার্চ ২০১১; দুপুর ০২:৩২
162367

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ..
203197
১৫ মার্চ ২০১১; দুপুর ১২:৫৫
Supta Sabuz লিখেছেন : সবচেয়ে মজার ব্যাপার হলো সুরঞ্জিতের মত লোক ইসলাম ধর্ম নিয়ে নানা ধরণের বিজ্ঞ মন্তব্য করার চেষ্টা করে, এমন ভাব যেন নিজে খুব বড় মাপের আলেম হিসেবে একটা ফতোয়া দিচ্ছে। আর তা করবেও না কেন, আলেম সমাজ ইসলামের এত ছোট বিষয় নিয়ে যে ধরণের তর্ক করে তাতে এমন হওয়া স্বাভাবিক। তাই আগে নিজেদের ঠিক হতে হবে, এ বিষয়ে আমি আপনার সাথে একমত।
১৫ মার্চ ২০১১; দুপুর ০২:৩৫
162369

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ।আসলেই আমরা অনেক বেশী অসচেতন।

No comments:

Post a Comment