Sunday, August 1, 2010

আমার মৃত্যুদন্ডাদেশ হয়েছে দোয়া করেন সবাই।

আমার মৃত্যুদন্ডাদেশ হয়েছে    দোয়া করেন সবাই।

লিখেছেন সত্য কথা ৩০ মার্চ ২০১১, বিকেল ০৪:৫৪
আজ় মনটা কারণ ছাড়াই সকাল থেকে খারাপ লাগছিল।মনে হচ্ছিল কোন একটা দুঃসংবাদ পাব।সেই মহাদুঃসংবাদ পেয়েছি এখন।পরীক্ষার রুটিন দিয়েছে।আমার মনে হচ্ছে মৃত্যুদন্ডের আদেশ হয়েছে।প্লিজ দোয়া করেন সবাই আমার জন্য।২৭তারিখ থেকে আমার পরীক্ষা।আমার পজিশন ভয়াবহ খারাপ।১টা অক্ষরও পারিনা।দল-মত নির্বিশেষে সবার দোয়া চাচ্ছি।





শেয়ার করুন 
৮৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
রেটিং +৩/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
217740
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:১১
মনসুর লিখেছেন : বিসমিল্লাহ বলে এগিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, মিথ্যার আশ্রয় নেবেন না, ইনশাআল্লাহ ভালো করবেন, ফিআমানিল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন - আমীন।
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:২৬
177134

সত্য কথা লিখেছেন : আমীন।দোয়া করেন যেন পড়তে বসার মানসিকতা আল্লাহ তৈরি করে দেন।পড়তেই বসতে ইচ্ছে করেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
217758
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:৩২
জসিম ইয়ামীন লিখেছেন : বর্তমান মূর্তিমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করুন, নিশ্চিত ফল।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:০৮
177165

সত্য কথা লিখেছেন : ভাল পরামর্শ     ধন্যবাদ।
217766
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:৫০
উদয়ন লিখেছেন : আমাদের শিক্ষাব্যাবস্থায় সবাইকে জবাই করা হয় বলেই আমি মনে করি।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:২৮
177172

সত্য কথা লিখেছেন :     ....ধন্যবাদ মন্তব্যের জন্য।
217777
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:৫৯
স্বপ্নকুটির লিখেছেন : দোয়া থাকলো, তবে সবার চেয়ে বড় হচ্ছে আপনার প্রস্তুতি। মন দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৩০
177174

সত্য কথা লিখেছেন : দোয়া করেন যেন পড়ায় মন দিতে পারি।দোয়া করার জন্য ধন্যবাদ।
217806
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৩৫
আলোক লিখেছেন : মনে সাহস রাখুন। ইনশা-আল্লাহ্‌, পরীক্ষা ভালো হবে।
আমার ব্যক্তিগত একটি টিপ্‌স দেই - জোর করে কোন কিছুই মনে রাখার চেষ্টা করবেন না। যা পড়বেন, মনে করবেন গল্পের বই পড়ছেন। পড়াটাকে গল্পের রূপ দিন। দেখবেন, পরীক্ষার হলে সবকিছুই আপনা-আপনি কলমের ডগায় চলে আসছে।
আপনার জন্য শুভ কামনা থাকলো।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৩৮
177180

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সুন্দর টিপসের জন্য।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৪৩
177185

আলোক লিখেছেন : রেজাল্ট হবার সাথে সাথেই আমরা সবাই মিষ্টি খাবো।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৫৩
177191

সত্য কথা লিখেছেন : ইনশাআললাহ।
217812
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৪৪
Yamuna Zaman লিখেছেন : Looks like you have to die many times before your actual biological death.

They are called cowards. Allah shall NOT help you in your exams. HE told you what to do. Just do it and go over this bridge.
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৭:০১
177200

সত্য কথা লিখেছেন : ভয় ধরিয়ে দিলেন    
217815
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৫১
বাংলামুখ লিখেছেন : ১টা অক্ষর নাপারলে দোয়া কাজে আসা ইনশাআল্লাহ বড় কষট
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৫৯
177198

সত্য কথা লিখেছেন : দোয়া করেন,এখন যেন পড়তে পারি।
217872
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৭:৫০
আর. হক লিখেছেন : ব্লগ ,ফেসবুক অফ করে পড়ালেখায় মনযোগী হন.......... এগুলো মাথায় পড়ালেখা কঠিন.....
৩০ মার্চ ২০১১; রাত ০৮:২৩
177300

সত্য কথা লিখেছেন : দোয়া করেন।ধন্যবাদ আপনাকে   
217933
৩০ মার্চ ২০১১; রাত ০৮:৩৩
তারাচাঁদ লিখেছেন : পরীক্ষার পূর্বের কয়েকটা দিন ইন্টারনেট ব্যবহার করা কমিয়ে ফেলুন, টিভি দেখা বাদ দিন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে সহপাঠীদের সাথে কথা বলুন । কোন একটা বিষয় নিয়ে দুতিনজন সহপাঠী মিলে গ্রুপ স্টাডি করতে পারেন ।
৩০ মার্চ ২০১১; রাত ০৮:৩৬
177313

সত্য কথা লিখেছেন : দোয়া করেন।ধন্যবাদ আপনাকে   

No comments:

Post a Comment