আজ় মনটা কারণ ছাড়াই সকাল থেকে খারাপ লাগছিল।মনে হচ্ছিল কোন একটা দুঃসংবাদ পাব।সেই মহাদুঃসংবাদ পেয়েছি এখন।পরীক্ষার রুটিন দিয়েছে।আমার মনে হচ্ছে মৃত্যুদন্ডের আদেশ হয়েছে।প্লিজ দোয়া করেন সবাই আমার জন্য।২৭তারিখ থেকে আমার পরীক্ষা।আমার পজিশন ভয়াবহ খারাপ।১টা অক্ষরও পারিনা।দল-মত নির্বিশেষে সবার দোয়া চাচ্ছি।
শেয়ার করুন
৮৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
রেটিং +৩/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
১
217740
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:১১
মনসুর লিখেছেন : বিসমিল্লাহ বলে এগিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, মিথ্যার আশ্রয় নেবেন না, ইনশাআল্লাহ ভালো করবেন, ফিআমানিল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন - আমীন।
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:২৬
177134
সত্য কথা লিখেছেন : আমীন।দোয়া করেন যেন পড়তে বসার মানসিকতা আল্লাহ তৈরি করে দেন।পড়তেই বসতে ইচ্ছে করেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
২
217758
৩০ মার্চ ২০১১; বিকেল ০৫:৩২
জসিম ইয়ামীন লিখেছেন : বর্তমান মূর্তিমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করুন, নিশ্চিত ফল।
স্বপ্নকুটির লিখেছেন : দোয়া থাকলো, তবে সবার চেয়ে বড় হচ্ছে আপনার প্রস্তুতি। মন দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৩০
177174
সত্য কথা লিখেছেন : দোয়া করেন যেন পড়ায় মন দিতে পারি।দোয়া করার জন্য ধন্যবাদ।
৫
217806
৩০ মার্চ ২০১১; সন্ধ্যা ০৬:৩৫
আলোক লিখেছেন : মনে সাহস রাখুন। ইনশা-আল্লাহ্, পরীক্ষা ভালো হবে। আমার ব্যক্তিগত একটি টিপ্স দেই - জোর করে কোন কিছুই মনে রাখার চেষ্টা করবেন না। যা পড়বেন, মনে করবেন গল্পের বই পড়ছেন। পড়াটাকে গল্পের রূপ দিন। দেখবেন, পরীক্ষার হলে সবকিছুই আপনা-আপনি কলমের ডগায় চলে আসছে। আপনার জন্য শুভ কামনা থাকলো।
তারাচাঁদ লিখেছেন : পরীক্ষার পূর্বের কয়েকটা দিন ইন্টারনেট ব্যবহার করা কমিয়ে ফেলুন, টিভি দেখা বাদ দিন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে সহপাঠীদের সাথে কথা বলুন । কোন একটা বিষয় নিয়ে দুতিনজন সহপাঠী মিলে গ্রুপ স্টাডি করতে পারেন ।
No comments:
Post a Comment