বিয়ে নিয়ে মানসিক চাপে থাকায় অন লাইন এ আসাই হচ্ছেনা কিছুদিন ধরে।না ফেইসবুকে লগইন করি,না ইমেইল চেক করি,কিছুই করিনা.....কিন্তু কেন জানি এই চাপের মধ্যে থেকেও এসবি ব্লগে ঢূঁ মারি মাঝেই মাঝেই।এসবির আকর্ষণ সত্যি অসাধারণ।

সারাদিনে এই মাত্র লগইন করলাম।লগইন করে মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে বুকে


।প্লাস-মাইনাস রেটিং অপশন বাদ দেয়া

।এটা কেন করা হয়েছে আমি জানিনা।প্লাস মাইনাস রেটিং হচ্ছে একটা ব্লগের প্রাণ।এটা বন্ধ করা মানে ব্লগিংএর আকর্ষণ অনেকখানি ফিকে হয়ে যাওয়া।যারা মাইনাস রেটিং কে ভয় পায় তাদের জন্যতো রেটিং অপশন বন্ধ করার সুযোগ আগে দিয়েছিল এস বি কতৃপক্ষ।তাহলে কেন এ বাকশালী স্বিদ্ধান্ত

।
আমার ভাল লেগেছে সেটা শুধু প্রকাশ করতে পারব,আর আমার খারাপ লেগেছে সেটা বলতে পারবনা,কিংবা মাইনাস দিয়ে বলতে পারবনা,আমাদের এ স্বাধীনতা কেড়ে নেয়ার অর্থ কী??
সব দেখে শুনে মনে হচ্ছে বাকশালীদের ভূত চেপেছে মডারেটরদের গায়......
আমরা আমাদের হারানো প্লাশ-মাইনাস রেটিং অপশন ফিরে চাই।
এসবি কতৃপক্ষ উদার দৃস্টিকোন থেকে ব্যপারটা বিবেচনা করবেন।
(উল্লেখ্য আমি নিজে আমার লিখায় মাইনাস রেটিং পড়ার জন্য অপেক্ষা করি।এবং যখন মাইনাস দেখি তখন মনে হয় সত্যি এসবি সকল মতের মিলনমেলা)
No comments:
Post a Comment