আজকাল আমার পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে।পার্সোনাল কম্পিউটারের চারকোনা ছোট একটা মনিটরের ভিতর আটকে ফেলেছি আমার জগতটাকে।দিনরাত ২৪ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া এবং ঘুম ছাড়া বাকি সময় এই জড় পদার্থের সাথে কাটে আমার।দিনের বিশাল একটা সময়।দশ বার ঘন্টা কিংবা তারো বেশি।অদ্ভুত ব্যপার হচ্ছে,প্রযুক্তি জ়িনিসটা আমার খুব বেশী পছন্দের জিনিসনা,কিন্তু দিনের বেশীরভাগ সময় কাটে আমার প্রযুক্তির সাথে।হয় অনলাইনে,নাহয় কম্পিউটারে সায়েন্স ফিকশন পড়া,না হয় মোবাইল।মানুষের চেয়ে বেশী সময় কাটে আমার যন্ত্রের সাথে।যখন আমি কম্পিউটারের সামনে না থাকি তখন আমি মোবাইলের মেসেজ অপশন নিয়ে সময় কাটাই।অসঙ্খ্য মেসেজ পাঠাই প্রিয়জ়নদের।ননস্টপ যারে বলে……
বাইরে বের হই কম।বাধ্য না হলে বের হইনা।আর যদিও কখনো বাইরে বের হই আমার মানুষ দেখা হয়না।চারপাশের পরিবেশ দেখা হয়না।গাড়িতে উঠেই আমি ব্যস্ত হয়ে পড়ি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে।গন্তব্য যাওয়া পর্যন্ত কাওকে না কাওকে মেসেজ পাঠাতে থাকি।
কিন্তু আজ় মোবাইলে টাকা ছিলনা।ভেবেছি বের হয়ে রিচার্জ করব।কিন্তু সি.এন.জি থেকে নেমে আর রিচার্জ করতে ইচ্ছে করেনি।অনেকদিন পর মোবাইলে টাকা ছাড়া বাইরে বের হলাম।এবং ইচ্ছে থাকা স্বত্বেও মেসেজ অপশনে যেতে পারলামনা।সিএনজিতে বসে দেখতে লাগলাম চারপাশের পরিবেশ।অনেকদিন পর ভাল করে খেয়াল করলাম পথচারীদের।বাসট্যন্ডে দাঁড়িয়ে থাকা লোকদের।রাস্তা দিয়ে পার হওয়া মানূষদের।দেখলাম রাস্তার দুই পাশের কাশফুলদের।তবে আনন্দে অভিভূত হয়ে গেলাম মানুষ দেখে।মানুষের মুখগুলো ভাল করে খেয়াল করে।অনেকদিন এভাবে খেয়াল করা হয়না মানুষের মুখ।আজ মানুষ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।দেখলাম বেশীরভাগ মানুষের মুখগুলোর মাঝে খেলা করছে এক ধরণের সরলতা।অভিভূত হয়ে গেলাম মানুষের মাঝে এ ধরণের সরলতা দেখে।ভার্চুয়াল জগতের কূটকৌশল,ষড়যন্ত্র,আর সায়েন্স ফিকশনের ভয়াবহ জগতের বাইরে আমার আশে-পাশে এতো সুন্দর একটা জগত আছে,আমি ভূলেই গিয়েছিলাম।আজ মুগ্ধ হয়ে গেলাম এ জ়গতটাকে দেখে।মানুষের মুখে খেলতে থাকা এ সরলতাটুকু দেখে।অনন্ত কাল বেচেঁ থাকুক সাধারণ মানুষের এই অসাধারণ সম্পদ,এই সরলতাটূকু…
জিহাদ২০০৯ লিখেছেন : ভার্চুয়াল জগতের কূটকৌশল,ষড়যন্ত্র,আর সায়েন্স ফিকশনের ভয়াবহ জগতের বাইরে আমার আশে-পাশে এতো সুন্দর একটা জগত আছে,আমি ভূলেই গিয়েছিলাম।আজ মুগ্ধ হয়ে গেলাম এ জ়গতটাকে দেখে।মানুষের মুখে খেলতে থাকা এ সরলতাটুকু দেখে।অনন্ত কাল বেচেঁ থাকুক সাধারণ মানুষের এই অসাধারণ সম্পদ,এই সরলতাটূকু…
২৭ অক্টোবর ২০১১; রাত ০৯:৩৭
460596
সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আপনাকে অসঙ্খ্য ধন্যবাদ ।
২
525628
২২ নভেম্বর ২০১১; বিকেল ০৫:৫৫
মিজানুর রহমান মিফতাহ লিখেছেন : বাইরে বের হই কম।বাধ্য না হলে বের হইনা।আর যদিও কখনো বাইরে বের হই আমার মানুষ দেখা হয়না।চারপাশের পরিবেশ দেখা হয়না।গাড়িতে উঠেই আমি ব্যস্ত হয়ে পড়ি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে।গন্তব্য যাওয়া পর্যন্ত কাওকে না কাওকে মেসেজ পাঠাতে থাকি। ভয়ানক মেসেজপ্রীতি। ভাল!
২২ নভেম্বর ২০১১; রাত ১১:১৯
501235
সত্য কথা লিখেছেন : ভয়ানক মেসেজপ্রীতি। ভাল! ভাল নারে ভাই,ভয়ানক খারাপ অভ্যাস।কিন্তু যেভাবে অপারেটরগুলো ফ্রী মেসেজ দেয়,কাজে লাগাই আর কি.... আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment