এসবি কতৃপক্ষ আজ প্লাস মাইনাস রেটিং উঠিয়ে দেয়ার পর থেকে এর পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে।তবে ব্লগারদের মন্তব্য এবং পোস্ট দেখলে সুস্পস্টভাবে বূঝা যায় বেশীর ভাগ ব্লগারদের অবস্থান প্লাস মাইনাস রেটিং ফিরিয়ে দেয়ার পক্ষে।
যা নিয়ে এখন চলছে [অনলাইন জরিপ://www.sonarbangladesh.com/blog/poll.php?id=643]......
কিন্তু জরিপটাতে মনে হয় চলছে ডিজিটাল কায়দায় চলছে কারচুপি
বাঙালী**** লিখেছেন : সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি. ডালের মাঝে মাছি পরছে ।
২৮ জানুয়ারী ২০১২; সকাল ০৬:০৯
617855
আধারের বাসিন্দা লিখেছেন : প্লাস-মাইনাস একটা সুন্দর ভোটিং সিস্টেম । কিন্তু, ব্লগে কিছু লোক আছে যারা ব্লগারের নাম দেখে মাইনাস দেয় । আবার আরেক দল আছে, যারা চার পাচটা একাউন্ট ব্যবহার করে শুধু ভিন্নমত পোষণকারী ব্লগারদের মাইনাস দেয়ার জন্য । আর এই ব্লগে একপেশে ব্লগারের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে । তাই এই মাইনাস রেটিং পদ্ধতিটি নিরপেক্ষতা হারিয়েছে । কোনও পোস্ট যদি কারো ভাল না লাগে, তবে কেন সেটা ভালো লাগেনি মন্তব্য আকারে তার যৌক্তিক অবস্থান তুলে পারে। এটাই সর্বোত্তম পন্থা ।
আগে যারা এভাবে অবাধে মাইনাস দিত, তারা এখন সেই সুযোগ ফিরে পেতে চাচ্ছে । এটা কিছুতেই সমর্থন যোগ্য নয় ।
ব্লগ কতৃপক্ষের সময়ের সঠিক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ।
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ১২:২৭
618152
বাঙালী**** লিখেছেন : একটি এইপি থেকে একবারই রেটিং গ্রহণ হয় মামু ।
২৮ জানুয়ারী ২০১২; রাত ০৮:২৯
618912
আধারের বাসিন্দা লিখেছেন : ফ্রী আইপি লিখে গুগল এ সার্চ দেন । এবং দেখুন, একই মডেম দিয়ে হাজার হাজার আইপি ব্যবহার করে যায় । আশা করি বুঝেছেন ।
ব্লগে থাকব কি থাকব না///////এটা নিয়ে নতুন করে ভাবতে হবে.....
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ০২:৪১
618306
সত্য কথা লিখেছেন : হয়তো থেকে যাব,কিন্তু ব্লগিংএর আনন্দটাই ফিকে হয়ে যাবে....
৭
626045
২৭ জানুয়ারী ২০১২; রাত ১০:৫৪
সুখী মানুষ আমি লিখেছেন : আমি কিন্তু মাইনাস উঠিয়ে দেয়ার পক্ষে। কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ০২:৩৭
618302
সত্য কথা লিখেছেন : যে কোন মতের পক্ষে এবং বিপক্ষে মানুষ থাকবে স্বাভাবিক।এবং পক্ষ আর বিপক্ষ মতের জন্যই দরকার প্লাস এবং মাইনাস।ধন্যবাদ আপনাকে
৮
626127
২৭ জানুয়ারী ২০১২; রাত ১১:৩১
Myself লিখেছেন : আমি ও মাইনাস উঠিয়ে দেয়ার পক্ষে। অনেকে আক্রোশের বশবর্তী হয়ে অনেক সুন্দার পোস্টে ও মাইনাস দেয় কোন প্রকার চিন্তা না করে, লেখাটা না পরে ফলে অনেক সৃজনশীল ব্লগাররা ও নিরুৎসাহিত হতে পারে।
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ০২:৩৩
618299
সত্য কথা লিখেছেন : আমি যখন প্রথম ব্লগিং করি,মাইনাস এবং নেগেটিভ মন্তব্যই আমাকে উৎসাহিত করতে আরো ভাল করতে।ধন্যবাদ আপনাকে....
৯
626173
২৭ জানুয়ারী ২০১২; রাত ১১:৫৩
আবু জারীর লিখেছেন : ঠিক! ভোট দেয়ার আগে এবং পরে একই ফলাফল দেখাচ্ছে! আমার মনে হচ্ছে ( - ) এর পক্ষের ভোট উভয় দিকেই কাস্টিং হচ্ছে।
মডুরা একটা চরম ভুলের দিকে যাচ্ছে।
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ০২:৩০
618297
সত্য কথা লিখেছেন : ভোট দিয়ে আমি টাসকি খেয়ে গেছি..আমরা যে মেরুদন্ডহীন একটা জাতিতে পরিণত হচ্ছি,এসবি মডারেটররা তার উৎকৃস্ট প্রমাণ।এসবির উচিৎ ছিল এ ক্রান্তিলগ্নে সাহসী হওয়া....
যে হাউকাউ বাধাইছেন আমার তো মনে হয় মডারেশন প্যানেল এই নাটক টা এক শ্রেনীর ব্লগার এর ইচ্ছা কে কায়দা করে পুরো ব্লগের সমস্ত ব্লগার দের কাঁধে চাপিয়ে দেয়ার জন্যই সাজাইছে ....কালকে সকালে নোটিস বোর্ডে দেখবেন , ব্লগার দের তুষ্টি ই সোনা ব্লগের কাম্য , তাই সবার অনুঅধে ছাগু গিরি ব্লগিং এর অন্যতম অস্ত্র মাইনাচ আবার চালু করা হলো ...এইটা নিয়া এত কাহিনীর কি আছে , পুরা দুনিয়া এমনেই করে ...আল্লাহর শুকুর গুজার কইরা উত্তরণের পথে ধাবিত হন ... ছাগু থেকে মানুষের দিকে
আধারের বাসিন্দা লিখেছেন : প্লাস-মাইনাস একটা সুন্দর ভোটিং সিস্টেম । কিন্তু, ব্লগে কিছু লোক আছে যারা ব্লগারের নাম দেখে মাইনাস দেয় । আবার আরেক দল আছে, যারা চার পাচটা একাউন্ট ব্যবহার করে শুধু ভিন্নমত পোষণকারী ব্লগারদের মাইনাস দেয়ার জন্য । আর এই ব্লগে একপেশে ব্লগারের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে । তাই এই মাইনাস রেটিং পদ্ধতিটি নিরপেক্ষতা হারিয়েছে । কোনও পোস্ট যদি কারো ভাল না লাগে, তবে কেন সেটা ভালো লাগেনি মন্তব্য আকারে তার যৌক্তিক অবস্থান তুলে পারে। এটাই সর্বোত্তম পন্থা ।
আগে যারা এভাবে অবাধে মাইনাস দিত, তারা এখন সেই সুযোগ ফিরে পেতে চাচ্ছে । এটা কিছুতেই সমর্থন যোগ্য নয় ।
ব্লগ কতৃপক্ষের সময়ের সঠিক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ।
২৮ জানুয়ারী ২০১২; দুপুর ০২:২৫
618292
সত্য কথা লিখেছেন : আপনার অবগতির জন্য জানাচ্ছি,এক আইপি থেকে মাত্র একবার রেটিং দেয়া যায়...আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ
No comments:
Post a Comment