প্রায় এক বছরের উপর ব্লগিং করছি।ব্লগে যখন প্রথম ব্লগিং করা শুরু করি,একদিনে একাধিক পোস্টও দিতাম।দেখা যেত দিনে কখনো তিন-চারটা হয়ে যেত।এজন্য কখনো কখনো ড্রাফট করে রেখে দিতাম।
ব্লগিং জীবনের প্রথম পর্যায়ে অন্যের লিখা পড়া হত কম,নিজেই লিখতাম বেশী।কীন্তু আস্তে আস্তে লেখক থেকে পাঠক হয়ে গেলাম।ব্লগে এতো জ্ঞানী-গুনি ব্লগার,তাদের লেখা পড়তে পড়তে হালকা একটা ভয় ঢুকে গেল মনে।সোনার বাংলাদেশে কতো জ্ঞানী ব্লগার,এর মাঝে আমার মত ক্ষুদ্র জ্ঞান নিয়ে মাত্র এম.এ.পাশ করা একটা মেয়ে(এখনো পূরু পাশ করিনি,রেজাল্ট আসেনি

)ব্লগিং করছে।সত্যি বলতে কি এই ব্লগের অধিকাংশ ব্লগারের জানার পরিধি আমাকে বিস্মিত করে এবং সঙ্কুচিত করে অনেক সময়।খানিকটা জ্ঞানী ব্লগারদের ভয়,অনেকটা আলসেমী,কিছুটা অন্য কাজে ব্যস্ততা সবকিছু মিলিয়ে পোস্ট দেয়া হয় অনেক কম।পড়ে এবং কমেন্টস করে আর প্লাস মাইনাস দিয়েই ব্লগিং সময় কাটাই এখন।
যাইহোক আজকে ব্লগে আসলাম অনেকদিন পর একটা পোস্ট নিয়ে।আসলে দল-মত নির্বিশেষে সব ব্লগারদের দোয়া চাইতে আমার এ পোস্ট।
বাড়ী থেকে অ-নে-ক দিন ধরে চতুর্মূখী প্রেসার আসছে,বিয়ে করে সংসার জীবন শুরু করতে।বীর রমণীর মত চতুর্মূখী সমস্ত চাপের বিরুদ্ধে দাড়িঁয়ে 'একা থাকা'র সিদ্ধান্তে অটল ছিলাম এতোদিন।কিন্তু গত শুক্রবার ২৫ নভেম্বর আকস্মিকভাবে সিদ্ধান্ত নিলাম বিয়ের।
কিন্তু এই সিদ্ধান্ত নেয়ার পর শুরু হয়েছে একের পর এক সমস্যা,ঝামেলা।সব ব্লগারদের কাছে নারী-পুরুষ নির্বিশেষে দোয়া চাচ্ছি,সব প্রতিকূলতা এবং ঝামেলা দূর হয়ে যেন একটা শুভ পরিণতির দিকে এগুয় সম্পর্কটা।যদি ইহকাল এবং পরকালের কল্যান থাকে এই সিদ্ধান্তে তাহলে যেন ঝামেলাহীন এবং সহজ হয়ে যায় ব্যপারটা আমাদের জন্য।পরকালে যে জীবন সঙ্গী হবে,সেই যেন হয় ইহকালে আমার জীবন সঙ্গী।আল্লাহ যেন আমাকে একটা পবিত্র এবং সুন্দর জীবনের তৌফিক দান করেন।সবার কাছে দোয়ার প্রত্যাশায়.................................
No comments:
Post a Comment