Saturday, July 27, 2013

অনেকদিন পর ব্লগে......দোয়া চাই সকলের......

অনেকদিন পর ব্লগে......দোয়া চাই সকলের......

লিখেছেন সত্য কথা ০১ ডিসেম্বর ২০১১, সন্ধ্যা ০৬:৪৮
প্রায় এক বছরের উপর ব্লগিং করছি।ব্লগে যখন প্রথম ব্লগিং করা শুরু করি,একদিনে একাধিক পোস্টও দিতাম।দেখা যেত দিনে কখনো তিন-চারটা হয়ে যেত।এজন্য কখনো কখনো ড্রাফট করে রেখে দিতাম।

ব্লগিং জীবনের প্রথম পর্যায়ে অন্যের লিখা পড়া হত কম,নিজেই লিখতাম বেশী।কীন্তু আস্তে আস্তে লেখক থেকে পাঠক হয়ে গেলাম।ব্লগে এতো জ্ঞানী-গুনি ব্লগার,তাদের লেখা পড়তে পড়তে হালকা একটা ভয় ঢুকে গেল মনে।সোনার বাংলাদেশে কতো জ্ঞানী ব্লগার,এর মাঝে আমার মত ক্ষুদ্র জ্ঞান নিয়ে মাত্র এম.এ.পাশ করা একটা মেয়ে(এখনো পূরু পাশ করিনি,রেজাল্ট আসেনি  )ব্লগিং করছে।সত্যি বলতে কি এই ব্লগের অধিকাংশ ব্লগারের জানার পরিধি আমাকে বিস্মিত করে এবং সঙ্কুচিত করে অনেক সময়।খানিকটা জ্ঞানী ব্লগারদের ভয়,অনেকটা আলসেমী,কিছুটা অন্য কাজে ব্যস্ততা সবকিছু মিলিয়ে পোস্ট দেয়া হয় অনেক কম।পড়ে এবং কমেন্টস করে আর প্লাস মাইনাস দিয়েই ব্লগিং সময় কাটাই এখন।

যাইহোক আজকে ব্লগে আসলাম অনেকদিন পর একটা পোস্ট নিয়ে।আসলে দল-মত নির্বিশেষে সব ব্লগারদের দোয়া চাইতে আমার এ পোস্ট।

বাড়ী থেকে অ-নে-ক দিন ধরে চতুর্মূখী প্রেসার আসছে,বিয়ে করে সংসার জীবন শুরু করতে।বীর রমণীর মত চতুর্মূখী সমস্ত চাপের বিরুদ্ধে দাড়িঁয়ে 'একা থাকা'র সিদ্ধান্তে অটল ছিলাম এতোদিন।কিন্তু গত শুক্রবার ২৫ নভেম্বর আকস্মিকভাবে সিদ্ধান্ত নিলাম বিয়ের।

কিন্তু এই সিদ্ধান্ত নেয়ার পর শুরু হয়েছে একের পর এক সমস্যা,ঝামেলা।সব ব্লগারদের কাছে নারী-পুরুষ নির্বিশেষে দোয়া চাচ্ছি,সব প্রতিকূলতা এবং ঝামেলা দূর হয়ে যেন একটা শুভ পরিণতির দিকে এগুয় সম্পর্কটা।যদি ইহকাল এবং পরকালের কল্যান থাকে এই সিদ্ধান্তে তাহলে যেন ঝামেলাহীন এবং সহজ হয়ে যায় ব্যপারটা আমাদের জন্য।পরকালে যে জীবন সঙ্গী হবে,সেই যেন হয় ইহকালে আমার জীবন সঙ্গী।আল্লাহ যেন আমাকে একটা পবিত্র এবং সুন্দর জীবনের তৌফিক দান করেন।সবার কাছে দোয়ার প্রত্যাশায়.................................
বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২৯৪ বার পঠিত, ৫৮ টি মন্তব্য
৫ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
540180
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫৬
আবূ শাওয়াক্ব লিখেছেন : অনেক দোয়া রইল এবং দোয়া রইল আপনার নতুন জীবন ও জীবন সাথীর জন্যে।
আশাকরি আপনার সত্য কথা বলা অব্যাহত থাকবে। বিয়ের পর মানুষ একটু পালটে যায়। দেখি আপনার ব্যাপারে কি হয়।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০১
517896

সত্য কথা লিখেছেন : আমার ব্যপারে সম্ভবত তর্ক করাটা কমবে।আমার ডিবেট করার ব্যপারটা ও বেশী পছন্দ করেনা।আর সম্ভবত আমার ইউজার নামটা।এটা ওর পছন্দ না।আমার ব্লগ আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অসঙ্খ্য ধন্যবাদ।আপনার দোয়া যেন আল্লাহ কবূল করেন।আমীন।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৮
517989

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
540184
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:৫৮
মিজানুর রহমান মিফতাহ লিখেছেন : ''ব্লগে এতো জ্ঞানী-গুনি ব্লগার,তাদের লেখা পড়তে পড়তে হালকা একটা ভয় ঢুকে গেল মনে।সোনার বাংলাদেশে কতো জ্ঞানী ব্লগার,এর মাঝে আমার মত ক্ষুদ্র জ্ঞান নিয়ে মাত্র এম.এ.পাশ করা একটা মেয়ে(এখনো পূরু পাশ করিনি,রেজাল্ট আসেনি )ব্লগিং করছে।সত্যি বলতে কি এই ব্লগের অধিকাংশ ব্লগারের জানার পরিধি আমাকে বিস্মিত করে এবং সঙ্কুচিত করে অনেক সময়।''

অন্যরা উত্তম তাই বলিয়া আপনি অধম থাকবেন কেন?
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:১৫
517917

সত্য কথা লিখেছেন : অনেকটা আলসেমী,কিছুটা অন্য কাজে ব্যস্ততা সবকিছু মিলিয়ে পোস্ট দেয়া হয় অনেক কম।শুধু এক জ্ঞানী ব্লগারদের ভয় না।মুলট কিছুটা ভয়,অনেকটা আলসেমী,কিছুটা অন্য কাজে ব্যস্ততা সবকিছু মিলিয়ে পোস্ট দেয়া হয় অনেক কম।।।আলসেমীটা এবং অন্য কাজে ব্যস্ততা এ দুইটাই মেইন কারন।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য তোমাকে ধন্যবাদ  ।দোয়া করো আমিও যেন উত্তম হইতে পারি।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪০
518025

মিজানুর রহমান মিফতাহ লিখেছেন : ফি আমানিল্লাহ! একদম মনের মণিকোঠা থেকে!
540195
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০৫
হাসান লিখেছেন : দোয়া করি আপনারা অনেক সুখী হন উভয় জগতেই    
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:১৬
517921

সত্য কথা লিখেছেন : আমীন।আমিও দোয়া করছি আল্লাহ আপনার দোয়া কবূল করুক    আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ ভাইয়া।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৮
517992

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
540200
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০৬
আমার স্বাধীনতা লিখেছেন : দোয়া করি আপনার জীবন যেন সুখি হয়।

   
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:১৮
517923

সত্য কথা লিখেছেন : আমীন।আমিও দোয়া করছি আল্লাহ আপনার দোয়া কবূল করুক   ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অসঙ্খ্য ধন্যবাদ আপনাকে।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২১
517933

আমার স্বাধীনতা লিখেছেন : আমীন  
আপনি তো fb তে নিয়মিত তাইনা   
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৭
517981

সত্য কথা লিখেছেন : আপনি এফবিতে আমাকে চিনেন    ।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৯
517993

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩২
518006

আমার স্বাধীনতা লিখেছেন : মনে হয়  
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪৪
518038

সত্য কথা লিখেছেন : আপনেরেও চিন্তে মঞ্চাইতাছে।লিঙ্ক দিবেন নাকি বার্তায়  
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪৭
518041

আমার স্বাধীনতা লিখেছেন :     

আমাকে কেউ তার পক্ষ ভাববেননা......ভাবলে ভুল করবেন......
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৮:০৬
518065

সত্য কথা লিখেছেন :   ।   পাইলামনা কিন্তু।
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৮:১১
518075

আমার স্বাধীনতা লিখেছেন : কে হতে পারি    দেখতে পারেন   
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৮:১৫
518077

সত্য কথা লিখেছেন :         
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৮:১৬
518078

আমার স্বাধীনতা লিখেছেন : বার্তা দেখুন.... 
540204
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বাড়ী থেকে অ-নে-ক দিন ধরে চতুর্মূখী প্রেসার আসছে,বিয়ে করে সংসার জীবন শুরু করতে।

আর আমাদের কেউ বলেই না বিয়ের কথা। বয়স পার হয়ে ভাটিতে চললো।       
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৯
517994

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩০
517999

সত্য কথা লিখেছেন : নদীর এপারে বহিয়া ছাড়ে দীর্ঘশ্বাস!বলে-ওপারেতে সব সুখ এই আমার বিশ্বাস   ।দোয়া করি আপনার জন্য,যেন জোয়ার আসে।আপনিও দোয়া করেন আমার জন্য,যেন ঝামেলাগুলো মিটে যায়।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদআমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অসঙ্খ্য ধন্যবাদ আপনাকে।
540221
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২০
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ভাল বিয়ে করে নিজের সব কিছু অন্যর করে দিন। আসলে বিয়ের পর নিজের বলে কিছুই থাকেনা । চারপাশের সবাইকে খুশি করতে হয় শুধূ।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৯
517996

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩২
518010

সত্য কথা লিখেছেন : আমি আগে থেকেই 'চারপাশের সবাইকে খুশী করতে চাই' টাইপ মেয়ে।শুধু ব্লগে একটু ঝগড়া করি আর কি ।বিয়ের পর সম্ভবত এটাও থাকবেনা।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।আর দোয়া করেন আমার জন্য।
540226
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৩
ইক্লিপ্স লিখেছেন : আমারে সেই ছোটবেলা থেইকা আমার আম্মাজান হুমকি দিয়ে আসছেন ,''ঠিক মত পড়াশুনা কর নইলে কিন্তু বিয়া দিয়া দিমু।" আমি ডরে ঠিক মত পড়াশুনা করেছি। এখন অবশ্য একটু ফাঁকি দেই। 
যাই হোক আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। বিয়াতে কিন্তু দাওয়াত চাই। ডিজিটাল দাওয়াতে কাজ হবে না কিন্তু। 
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৫
517955

আব্বাজানের নানার নাম জানি না লিখেছেন : এই টেনশনে সারাদিন আঙ্গুল খান?
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৮
517983

ইক্লিপ্স লিখেছেন :  
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩৯
518024

সত্য কথা লিখেছেন : আপুনী,আমার বিয়েটা একটা প্রতিবাদ হিসেবেও উপস্থাপন করব বলতে পার।যে অপব্যয় আর ঝাক-ঝমকের সাথে বিয়ে হয় আজ়কাল,তার বিরুদ্ধে গিয়ে শুধু মাত্র ঘরোয়া পরিবেশে সিম্পলেস্ট একটা বিয়ে হবে আর কি।এই হচ্ছে পরিকল্পনা,বাকীটা আল্লাহর ইচ্ছে।তবে বিয়ের পর আমার বাড়ীতে দাওয়াত পাবে ঈনশাআল্লাহ।দোয়া করো আমার জন্য।আর হ্যাঁ,আজকাল পড়া-শুনায় ফাঁকি দেও কেন??বিয়ের ভয় কি এখন নাই,নাকি এখন সে্টা কামনা   ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অসঙ্খ্য ধন্যবাদ আপুনী।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪৪
518037

ইক্লিপ্স লিখেছেন : আসল কথা হইল আমি এখন আর আমার আম্মাজানের সাথে থাকি না। থাকি হোস্টেলে। তাই আমি এখানে কি করছি না করছি তা আম্মাজান দেখতে পান না। তাই ঝাড়ির ভয়ও নাই। 
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫৯
518060

সত্য কথা লিখেছেন : ও আচ্ছা!আমি ভাবছি ইচ্ছে করে ফাকিঁ দিচ্ছ,যেন আম্মাজান শূধু ঝাড়ি না মেরে বাস্তবায়নও করেন  ।ধন্যবাদ আবার।
540227
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৪
আব্বাজানের নানার নাম জানি না লিখেছেন : দাওয়াত পাইলাম না তো    
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:২৯
517995

আমরা মুক্ত মনা লিখেছেন : http://www.quranflash.com/en/quranflash.htm
সাইটটা কিমুন কনতো দেহি
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪২
518028

সত্য কথা লিখেছেন : মাত্র বিয়ের মতামত দিয়েছি,তারপরেইতো শুরু হয়েছে একের পর এক ঝামেলা   ।দোয়া করেন-বিয়েটা ঝামেলাহীনভাবে হোক,তখন দাওয়াত পাবেন,সেটা ডিজিটাল হোক আর এনালগই হোক।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
540256
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৩৬
পাংশুল লিখেছেন : বিয়েকে সবাই ভাবে গোপন জিনিস।কেউ সহজে জানায় না অন্যকে।খানিকটা লজ্জা পায় বোধ।আপনি যখন সাহস করে আমাদেরকে জানিয়ে গেলেন এবং দোয়া করতে বললেন, এখন কিন্তু আমরা দোয়ার ব্যাপারে কোন কার্পন্য করবো না।এই কামনা আপনার পরবর্তী জীবন সুখি হোক,বাবার বাড়িতে পাওয়া আদর যেন বজায় থাকে চিরদিন।শুভ কামনা সবসময়।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫৩
518050

সত্য কথা লিখেছেন : আমার তাহলে লজ্জ্বা পাওয়া ঊচিৎ ছিল   ।আসলে ভাইয়া এই বিয়েটা আসলে আমার একটা প্রতিবাদও।কাদের বিরুদ্ধে প্রতিবাদ জানেন??ইসলামপন্থীদের বিরুদ্ধে(যারা আমরা ইসলামের কথা বলি,কিন্তু মনে এখনো জাহেলিয়াত চিন্তায় ভরপুর)।আমি সত্যি বিয়ের ব্যপারে একটা বিশাল সাহসের ব্যপার দেখিয়েছি।এটা এখন বলবনা,বিয়েটা হোক,যদি ওর আপত্তি না থাকে,তাহলে আমি এই ব্লগেই সবাইকে জানাব,এই আমার প্লান।আর দোয়া করতে কিন্তু সত্যি কার্পণ্য করেননা।যেন ঝামেলাহীন ভাবে সব কিছু হয়।আমার অনেকদিনের প্লান বিয়ের মাধ্যমে সমাজ এবং তথাকথিত ইসলামপন্থীদের গালে কষে একটা চর মারা,সেটা যেন মারতে পারি।শুধু মুখে ইসলাম না বলে,সমস্ত চিন্তা-চেতনায় যেন মুসলিম হতে পারি আমরা।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫৭
518057

পাংশুল লিখেছেন : হুম! ভাল লাগল আপনার আধুনিক চিন্তাধারার বাস্তবে প্রয়োগের ঐকান্তিক আগ্রহ দেখে।আবারও শুভ কামনা।
১০
540260
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৪০
সুমাইয়া জামান লিখেছেন : Sis, really you have courage    . Many many thanks for your courage, and wish you all the best. May Allah fulfill your honest desire.
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫৫
518052

সত্য কথা লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুক।সেই সাথে দোয়া করেন,সাহস থাকুক,দুঃসাহস যেন না হয়।দুঃসাহসটা সব সময় ভাল না।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
১১
540284
০১ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫৮
আমরা মুক্ত মনা লিখেছেন : বুজলেন বাই, sonarbanglades মডারটারগো সমস্সার অন্ত নাই.... অনাগো লাইগা কারো পোষ্টে ছ্যাপও দেওন যাইব না । " ফালতু পোষ্ট .. অয়াক থু ....... " এই কতার লাইগা তিনারা লিখছে " নীতিমালা লঙ্ঘনের কারণে মন্তব্যটি সরিয়ে ফেলা হয়েছে "
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৮:০২
518062

সত্য কথা লিখেছেন : আপনি কারে বলছিলেন?আমারে কিন্তু বলেননাই   ।নেন চা খান 
১২
540407
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৯:০০
হাবীবুল্লাহ আল কাছেম লিখেছেন : পাত্র যেন আপনার মনের মতই হয় আর আপনাকে যেন বুঝতে পারে। আপনিও যেন তাকে বুঝতে পারেন এমনই একজন ভাগ্যবান হোক আপনার বর। 
০২ ডিসেম্বর ২০১১; সকাল ০৬:০০
519091

সত্য কথা লিখেছেন : দোয়া করেন আমার জন্য,যদি ইহকাল এবং পরকালের কল্যাণের থাকে এতে,তবেই যেন এটা হয়,না হয়........আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
১৩
540450
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৯:১৪
আমার স্বাধীনতা লিখেছেন : আশাকরি সব সময় আমাদের সাথে থাকবেন
    
০২ ডিসেম্বর ২০১১; সকাল ০৬:০২
519092

সত্য কথা লিখেছেন : আমার সন্দেহ হচ্ছে তুমি রাহী   ।আসলেই কি???আর না হলেও সমস্যা নাই।দোয়া করেন আমার জন্য যেন সব সময় আপনাদের সাথে থাকতে পারি 
০২ ডিসেম্বর ২০১১; সকাল ০৮:০১
519122

আমার স্বাধীনতা লিখেছেন : হয়নি   তবে পারবেন না কখন
১৪
540520
০১ ডিসেম্বর ২০১১; রাত ০৯:৫২
নিবির সরকার লিখেছেন : শুভ কামনা রইল আন্তরিকভাবে
০২ ডিসেম্বর ২০১১; সকাল ০৬:০৩
519093

সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আপনাকে অসঙ্খ্য ধন্যবাদ।আবারো আসার দাওয়াত রইলো 
১৫
540975
০২ ডিসেম্বর ২০১১; রাত ০১:৪১
শিংমাছ লিখেছেন : সিদ্ধান্ত নিলাম বিয়ের      
০২ ডিসেম্বর ২০১১; সকাল ০৬:৩৬
519104

সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
০২ ডিসেম্বর ২০১১; রাত ১১:৪৬
520210

শিংমাছ লিখেছেন : ,বিয়ে করে সংসার জীবন শুরু   
১৬
542470
০৩ ডিসেম্বর ২০১১; সকাল ১০:৫০
হলদে ডানা লিখেছেন : "কাদের বিরুদ্ধে প্রতিবাদ জানেন??ইসলামপন্থীদের বিরুদ্ধে"

বিয়ের ক্ষেত্রে প্রতিবাদটা ঠিক কেমন! জানতে আগ্রহ হচ্ছে।


প্রথমে 'দূরন্ত' লেখক, পরে বিস্মিত পাঠক- আমার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটেছে।
০৫ ডিসেম্বর ২০১১; রাত ০৯:২২
526081

সত্য কথা লিখেছেন : ও রাজি থাকলে আমি বলব সবাইকে।তবে যাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা ঠিকই বুঝেছে।প্রথমবারের মত আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।কোথায় জানি একবার তথ্য পেলাম আপনি নাকি এসবির সব চেয়ে পুরাণ ব্লগারদের মধ্যে একজন,আসলেই কি তাই???
০৬ ডিসেম্বর ২০১১; রাত ১০:৪০
528322

হলদে ডানা লিখেছেন : আমাকে মার্ক করেছেন- ঠিক কোন বৈশিষ্ট্যের কারণে বুঝতে পারছিনা।

এসবি নিজেই তো অনেক নতুন। সুতরাং তার পুরোনো ব্লগার তো অনেক। তাদের মধ্যে একজন তো বটেই। উপরন্তু, এখানকার বড় একটি অংশ এসবি প্রতিষ্ঠার আগে থেকেই ব্লগিং করছে। ব্লগিংয়ে আমার বয়স পাঁচ চলছে  সম্ভবত ব্লগাদের ইফতার অনুষ্ঠান নিয়ে আমার লেখা পোস্টটি পড়ে জেনেছেন।

অপেক্ষায় রইলাম প্রতিবাদি পোস্ট পড়ার জন্য।
১৭
583963
৩০ ডিসেম্বর ২০১১; সকাল ০৭:৫৯
sujon লিখেছেন : আমার মনে হয় আপু আপনি ইসলামি আন্দোলনের সাথে জড়িত।
তাই ইসলামি আন্দোলনের সাথে জড়িত কোন ভাই কে
কো পাইলট হিসাবে নিয়োগ দিলে ভাল হতো না। এটা আমার
personal personal opinion। বিয়ের পর দুজনই লিখবেন
আশা করি।
৩০ ডিসেম্বর ২০১১; রাত ০৮:০৪
570421

সত্য কথা লিখেছেন : কো পাইলট সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।দোয়া করবেন আমাদের জন্য।প্রথমবারের মত আমার ব্লগ বাড়ীতে আসার জন্য ধন্যবাদ  

No comments:

Post a Comment