Friday, July 19, 2013

এলিয়েনরা পৃথিবী আক্রমন করবে

এলিয়েনরা পৃথিবী আক্রমন করবে    

লিখেছেন সত্য কথা ০৪ সেপ্টেম্বর ২০১১, সকাল ০৫:০০
এলিয়েন মানে ভিনগ্রহের প্রাণির অস্তিত্ব নিয়ে অনেক কৌতুহল আছে মানুষের মাঝে।বিজ্ঞানীদের থেকে শুরু করে অনেকেই বিশ্বাস করে থাকেন এলিয়েনদের অস্তিত্ব।বিভিন্ন সময় অদ্ভুত কিছু যান পৃথিবীতে দেখা গিয়েছে বলেও দাবী করে থাকেন অনেক।যা উফো বা ফ্লাইং সসার নামে পরিচিত।

কিছু উফোর ছবি














এ উফো বা সসারের মাধ্যমে ভিনগ্রহের প্রাণিরা পৃথিবীতে আসে বলে ধারণা করা হয়।যদিও আজ় পর্যন্ত নাসার গবেষকরা এলিয়েন বা কোন ভিনগ্রহের প্রাণীর খোঁজ় পাননি।

তবে সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন এক ভয়াবহ তথ্য।এলিয়েনরা যে কোন সময় পৃথিবী আক্রমন করতে পারে।এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন-এলিয়েনরা প্রকৃতি প্রেমী।পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই তারা পৃথিবীতে আসবে এবং প্রকৃতিকে ঠিক করতেই তারা পৃথিবীকে গুড়িঁয়ে দিবে।

এলিয়েনদের পৃথিবীতে আসার মূল কারণ যেটা হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন,তা হলো-গ্রীন হাউসের অতিরিক্ত গ্যাস নির্গমন।এ গ্যাস নির্গমনের ফলে ওজ়োন স্তর ধ্বংশ হয়ে যাচ্ছে।এবং এর কারণে পৃথিবীকে দূর দ্রুত বর্ধনশীল কোন বস্তু মনে হচ্ছে।আর এ কারণেই এলিয়েনরা আকৃস্ট হয়ে পৃথিবীতে হামলা চালাবে। 

ভিনগ্রহের এ প্রাণী পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয় রুখতে এবং পৃথিবীকে নিজেদের বসবাসের জন্য উপোযোগী করতে পৃথিবীকে আমূল পরিবর্তন করে ফেলতে পারে বলেও বিজ্ঞানীদের ধারণা।এমনকি তারা মানুষকে নিজেদের দাস হিসেবেও ব্যবহার করতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।

এলিয়েনদের ছবি......







এলিয়েনদের মিটিং...




তাই আসুন এ ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে পৃথিবী এবং নিজেদেরকে বাচাঁতে আমরা ঝগড়া-ফ্যাসাদ বাদ দিয়ে মিলেমিশে জীবন-যাপন করি।গ্রীন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রনের জন্য এখনি ব্যবস্থা গ্রহন করি।যেন আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে আর অপরিনামদর্শীতার সুযোগ নিয়ে অন্য গ্রহের প্রাণীরা পৃথিবীকে দখল করে নিতে না পারে। আর আমাদেরকেও দাস বানাতে না পারে। 


(গোপন তথ্যঃপৃথিবীতে এলিয়েন আসার খবরে আমি শঙ্কিত না।কারণ আমার নিজেকে মাঝে মাঝে এলিয়েন...ই মনে হয়)      
বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২৪৩ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
১ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
411808
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৫:৩২
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৫:৪০
379737

সত্য কথা লিখেছেন : পৃথিবী আক্রমণ করবে এলিয়েনরা আর আপনে খুশি ঘটনাটা কি আপনার     
০৪ সেপ্টেম্বর ২০১১; দুপুর ১২:১৩
379928

আবু তাহের মিয়াজী লিখেছেন : আসলে ভাই মোবাইলে লেখাটা দকিনাই ছবি গুলাদেখিচি।মোবাই থেকেই মন্তব্যটা করেছি।
411816
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৬:১১
মুহাম্মদ ওমর ফারুক লিখেছেন : আইতেছে ................. সাবধান   
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৭:৫৫
379802

সত্য কথা লিখেছেন : সাবধান হইলেও কাজ হইবোনা,মারামারি হানাহানি বন্ধ করেন   আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
411828
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৭:২৫
রোমেল রহমান লিখেছেন : আসুন , ওদের সম্বর্ধনার আয়োজন করি। ঠান্ডা যুদ্ধের সময় কোন বৃহৎ শক্তির গোয়েন্দা বিমানগুলোই ' উড়ন্ত সসার ' মর্মে প্রাজ্ঞজনদের ধারণা। কালের গতি প্রবাহে সেটাই সত্য বলে মনে হচ্ছে। ঠান্ডা যুদ্ধ শেষ হলে আর ঐ ' উড়ন্ত সসার ' আর দেখা যায় নাই। / আপনাকে অনেক মোবারকবাদ।
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৮:০০
379808

সত্য কথা লিখেছেন : বিশ্বাস করেন আর নাই করেন এটা কিন্তু আমার কথা না।নাসার কথা।  ।তবে আমি নিজে এলিয়েন এ বিশ্বাস করি কিছুটা,কারণ কোরআনে এ ব্যপারে কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
০৪ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:৫৪
379996

রোমেল রহমান লিখেছেন : উড়ন্ত ‌'সসার' এর রহস্য উদঘাটনে ' নাসা ' নিরব কেন ?
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:৪৯
386650

সত্য কথা লিখেছেন : এর জওয়াব নাসা দিব আমারে করছেন কেন  ।তবে মনে হয় এলিয়েনদের প্রযুক্তির কাছে নাসা শিশু   এই লজ্জায় হয়তো তারা রহস্য উদঘাটন করছেনা...  
411834
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৭:৫১
লিঙ্কন হুসাইন লিখেছেন :  ভুই পাইছি আজ থেকেই মাটির নিচে গর্ত করে থাকুম যাতে এলিয়েন এলেও আমাকে না মারতে পারে 
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৮:০৪
379812

সত্য কথা লিখেছেন : মাটির নীচে গর্ত করলেও কাম হইবোনা।কাম হইবো গ্রীন হাউস গ্যাস নির্গমন বন্ধ করলে  আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
411854
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৯:০১
হাবিবুল্লাহ লিখেছেন : এলিয়েনদের কথা বার্তা বুঝা গেলে ভাল হত। একটা আপ্স মীমাংসা হয়ে যেত। 
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৯:১৩
379834

সত্য কথা লিখেছেন : হাবিবুল্লাহ লিখেছেন : এলিয়েনদের কথা বার্তা বুঝা গেলে ভাল হত। একটা আপ্স মীমাংসা হয়ে যেত।  আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবা।তার আগে নিজেদের মাঝে একটা মিমাংশা করেন।গ্রিনহাউস গ্যাস কমান। 
411863
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ০৯:৪৪
ফেনল লিখেছেন : আইচ্ছা আমি দুইটা গাছ লাগামু 
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:৫৭
386654

সত্য কথা লিখেছেন : গাছ লাগাইয়া হইবটা কি বুঝছিনা   আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:২৭
386668

ফেনল লিখেছেন : গাছ লাগাইয়া কি হইব তা জানেন না ? তাহলে গ্রীন হাউজ গ্যাস কমবো কিভাবে ? এ ব্যাপারে কি কিছু্ না জেনেই পোষ্ট দিয়েছেন নাকি ?
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০৩:০৫
386691

সত্য কথা লিখেছেন : আপ্নে ২টা গাছ লাগাইলেই কি আর গ্রীন হাউজ গ্যাস কমে যাবেরে ভাই???     ।গ্রীন হাউজ়ের ব্যপারটাই নিয়ন্ত্রন করতে হবে।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
০৯ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:৫৮
386805

ফেনল লিখেছেন : আমার ব্যাক্তিগত ভাবে গাছ লাগানো ছাড়া কি আর কিছু করার আছে ? আর যেসকল কারনে গ্রীন হাউজ গ্যাস নির্গমন হয় তা নিয়ন্ত্রন করতে গেল অনেক আধুনিক জিনিস কুরবানি দিতে হবে । তাই একমাত্র উপায় বনাঞ্চলের পরিমান বাড়ানো যাতে করে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোসণ করে গ্রীন হাউজ গ্যাস নিয়ন্ত্রনে রাখা যায় ।
১০ সেপ্টেম্বর ২০১১; সকাল ১১:৫২
387971

সত্য কথা লিখেছেন : আধুনিক জিনিস কুরবানী দিতে হবেনা,নিয়ন্ত্রন করতে হবে।কিন্তু গ্রীন হাউজ সমস্যা বর্তমান বিশ্বের জন্য ভয়াবহ সমস্যা।যেটার সমাধান শুধু মাত্র গাছ লাগিয়ে হবেনা।কিন্তু উন্নত দেশগুলো এ ব্যপারে অবিবেচক এবং একরোখামি করে যাচ্ছে।তবে আপনি যদি সত্যি ২টা গাছ লাগান আমার পোস্ট স্বার্থক হবে।ধন্যবাদ আপনাকে।
১০ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:১০
388095

ফেনল লিখেছেন : উন্নত দেশগুলো তাদের স্বার্থ ছাড়া কখনই কিছু করবেনা । তাই বনাঞ্চল না বাড়িয়ে উপায় নাই ।
১১ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:৩৭
390057

সত্য কথা লিখেছেন : বনাঞ্চল বাড়িয়ে লাভ হবেনা খুব একটা।দাবানল জালিয়ে পানি ঢাললে কি খুব একটা লাভ হয়!!!তাছাড়া বাস্তবতা হচ্ছে বাসস্থান সমস্যার কারণে বনাঞ্চল বাড়ছেনা দিন দিন কমছে।পৃথিবীর ওজন স্তর যেভাবে হ্রাস পাচ্ছে গ্রীণ হাউজ গ্যাস নিয়ন্ত্রণ ছাড়া বিকল্প নাই  তবে সুন্দর একটা গ্রহের জন্য গাছ লাগানোরও বিকল্প নাই   ।
১১ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:০৯
390158

ফেনল লিখেছেন : গ্রীন হাউজ গ্যাস বলতে মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ই বলা যায় । আর এই গ্যাস শোষনের জন্য গাছ ছাড়া বিকল্প নাই । যদি ও প্রাকৃতিক ভাবে সমূদ্র ও কিছু প্রানী , প্রবাল এই গ্যাস শেোষন করে এর ভারসাম্য রাখতে ভূমিকা রাখে । কৃত্রিমভাবে যতই এই গ্যাস বাড়ুক না কেন যদি বনাঞ্চলের পরিমান বাড়ানো যায় তবে তা নিয়ন্ত্রনে রাখা সম্ভব । আর কি কি উপায় আছে বলে মনে করেন ?
১২ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:২০
391435

সত্য কথা লিখেছেন : গ্রীনহাউজ কি জিনিস সেটা আমি ভাল করেই জানি।শুধু বনাঞ্চল বাড়িয়ে এর সমাধান সম্ভব না এও আমি ভাল করে জানি।বাস্তবতা এখনো আমড়া অনুধাবন করতে পারিনা বলেই এ অবস্থা।বাস্তবতা হচ্ছে জ়নসঙ্খ্যা বৃদ্ধির সাথে সাথে বনাঞ্চল হ্রাস পেতেই থাকবে।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই গাছ লাগানোর পাশাপাশি গ্রিন হাউজ নিয়ন্ত্রন করতে হবে।ধন্যবাদ আপনাকে।
১২ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:৩৯
391457

ফেনল লিখেছেন : গাছ লাগানোর পাশাপাশি গ্রীন হাউজ নিয়ন্ত্রন করতে হবে - কিভাবে নিয়ন্ত্রন করতে হবে তার যদি দু একটা উপায় বলতেন তবে আমার জন্য ভাল হত ।
411873
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ১০:০৮
আনিছুর রহমান লিখেছেন : কোরআনের কোথায় কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে একটু স্পষ্ট করে বলবেন কি? আমার জানা মতে জীন এবং ফেরেস্তার কথা বলা আছে। সূরা আর- রহমানে আছে " তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য।"
আপনাকে ধন্যবাদ।
411906
০৪ সেপ্টেম্বর ২০১১; সকাল ১১:০৭
ম রাসেল লিখেছেন : এলিয়েন আর জীনের মধ্যে কোন তফাৎ নেই। কারণ বৈজ্ঞানিকরা এলিয়েন সম্পর্কে যেসব গুণাবলী বর্ণনা দিয়ে থাকেন তার অধিকাংশই জীনদের মধ্যে বিরাজমান। যেমন, এলিয়েনরা পৃথিবীতে বিভিন্ন মানুষের ছদ্মবেশ নিয়ে মানুষের মধ্যে মিশে চলাফেরা করে বা এলিয়েনরা মানবজাতির চেয়ে হাজার বছর উন্নত। আসলেই তা সত্য, কারণ আমরা জানি যে - পৃথিবীতে মানব জাতির আগমনের পূর্বে এটি জীনদের আবাসস্থল ছিল বা মানবজাতির আগেই জীনদের কে দুনিয়ায় পাঠানো হয়েছিল। যা-ই হোক অদৃশ্যের খবর আল্লাহ-ই ভাল জানেন।
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০১:৫৪
386653

সত্য কথা লিখেছেন : আমি যদ্দুর জানি জ্বীন জাতি পৃথিবী গ্রহে থাকে,কিন্তু এলিয়েন বলে ধরা হয় ভিন জগতের প্রাণীকে।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ
418259
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:০৬
হাসান লিখেছেন : আপনি নিজেই .....?
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:২০
386666

সত্য কথা লিখেছেন :     ।আমাকে কেউ কেউ বলে এলিয়েন।নিজেরও মাঝে মাঝে এলিয়েন মনে হয়।কিন্তু পৃথিবী আক্রমণ করবনা আমি  ,কিন্তু আক্রমণ হলেও আমি খুশী হবোনা।    ।কারণ এই পৃথিবীটাকে আমি অনেক ভালবাসি।আমি চাই এ পৃথিবীর সবাই মিলেমিশে থাকুক,এখনি সবাই সতর্ক হোক।এলিয়েন না আসলেও নিজেদের ভালর জন্য হলেও সবাই মিলেমিশে থাকুক...আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।
১০
418283
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:৪১
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : খাইয়ালামুউউউউ........ছাইড়া দে.......ছাইড়া দে ......ছাইড়া দে..........
০৯ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:৫৭
386685

সত্য কথা লিখেছেন :          আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ
১১
419199
১০ সেপ্টেম্বর ২০১১; রাত ০২:২৫
শিংমাছ লিখেছেন : তাই আসুন এ ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে পৃথিবী এবং নিজেদেরকে বাচাঁতে আমরা ঝগড়া-ফ্যাসাদ বাদ দিয়ে মিলেমিশে জীবন-যাপন করি। যেন আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে আর অপরিনামদর্শীতার সুযোগ নিয়ে অন্য গ্রহের প্রাণীরা পৃথিবীকে দখল করে নিতে না পারে। আর আমাদেরকেও দাস বানাতে না পারে।                                                                                                                                                            
১০ সেপ্টেম্বর ২০১১; সকাল ১১:৫৪
387974

সত্য কথা লিখেছেন : সেই সাথে গ্রীন হাউজ নিয়ন্ত্রন।
১১ সেপ্টেম্বর ২০১১; রাত ১১:৪৫
390814

শিংমাছ লিখেছেন : মানে   
১২
420848
১১ সেপ্টেম্বর ২০১১; সকাল ১০:৩৪
সব জানা শমসের লিখেছেন : বেয়াফক ডর লাগতাছে       
১১ সেপ্টেম্বর ২০১১; দুপুর ০২:৪২
390065

সত্য কথা লিখেছেন : ডরায়েননা      ।বেশি করে গাছ লাগান,আর গ্রীন হাউজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 

No comments:

Post a Comment