Friday, July 26, 2013

২৮ অক্টোবর……বঙ্গবন্ধুর অসঙ্খ্য স্বপ্নের এক স্বপ্ন কি……???

২৮ অক্টোবর……বঙ্গবন্ধুর অসঙ্খ্য স্বপ্নের এক স্বপ্ন কি……???

লিখেছেন সত্য কথা ২৮ অক্টোবর ২০১১, দুপুর ০৩:৩৪




২৮অক্টোবর।এই দিনটাকে কি বলে সম্বোধন করা যায় আমি জানিনা?রক্তাক্ত ২৮ অক্টোবর?কলঙ্কিত ২৮ অক্টোবর?লজ্জ্বাজনক ২৮ অক্টোবর?আমি জানিনা এই দিনটাকে কি বলে সম্বোধন করলে ঠিকভাবে বুঝা যাবে?আমি জানিনা।তবে আমি জানি মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক দিন ২৮ অক্টোবর।আমি পাক বাহিনীর নির্মমতা শুনেছি।শুনেছি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারার গল্প,শুনেছি পাক সেনাদের পায়ের তলায় পিষ্ট করে মানুষ মারা ঘটনা।শুনেছি মানুষ মেরে উল্লাস করার কাহিনী।তবে আমি পাক-বাহিনীর নির্মমতা দেখিনি।কিন্তু আমি দেখেছি ২৮অক্টোবরের পৈশাচিকতা।দেখেছি সেদিন মানুষ মেরে পৈশাচিক উল্লাস।দেখেছি সেদিন মানুষের হাতে মানুষের করুণ মৃত্যু।মানবতার পরাজয়।


আমি মানুষ হিসেবে লজ্জা পাই,যখন দেখেছি সামান্য এক রাজনৈতিক মতবিরোধের কারণে কিছু মানুষকে পিটিয়ে মেরেছে তাদেরই মত কিছু মানুষ।লজ্জ্বায় আমার মাথা নিচু হয়ে যায় যখন দেখেছি,মানুষ মৃত্যুর পরে মানুষের উল্লাস।আমি জানিনা কোন মায়ের সন্তান এই দু’পেয়ে পিশাচগুলো,আমি জানিনা কোন মায়ের দুধ খেয়ে বেড়ে উঠেছে এ মানুষরুপী পশুগুলো।জানিনা মানুষ মেরে পৈশাচিক উল্লাসে মেতে উঠা এই খুনীদের মায়েরা কি সেদিন তার সন্তানের নরপশু রুপ দেখে গর্ব করেছিল,নাকি এই নরপশুদের গর্ভে ধরেছিল বলে নিজের ভাগ্যকে ধিক্কার দিয়েছিল।জানিনা আমি…তবে আমি জানি সেদিন ছিল মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক দিন।মানবতার এক বিশাল পরাজয়।

আমি জানিনা আওয়ামী নরপশুদের দ্বারা সংগঠিত এ দিনটি কি অগুনিত স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কিনা?(নতূন কিছু হলেই সেটা বঙ্গবন্ধুর স্বপ্ন বলা হয়)।নাকি বঙ্গবন্ধু আজ থাকলে ধিক্কার দিয়ে উঠতেন-চোরের খনি থেকে আজ আমি পেয়েছি ডাকাতের খনি।আমি জানিনা……আমি জানিনা এই দিনটির জন্য আওয়ামী নেতা-নেত্রীদের মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা আছে কিনা?তবে আমি জানি এই দিনটি ছিল মানবতার ইতিহাসে এক লজ্জ্বাজনক অধ্যায়।

বিডিআরদের নির্মম হত্যাকান্ডের পর বিচারের আগেই বিড়িআরদের পোশাক পরিবর্তন করা হল।কারণ অই পোশাকে ছিল রক্তের দাগ।আওয়ামীলীগের নির্বাচনী প্রতিক নৌকার লগি-বৈঠার মধ্যে রক্তের গন্ধ,আওয়ামীলীগের নীতি-নির্ধারকরা কি পারেননা রক্তাক্ত এই প্রতীকটাকে মানবতার প্রতি সম্মান দেখিয়ে পরিবর্তন করতে???

আজ ২৮অক্টোবরের এই দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি,সেদিনের নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে কবুল করুণ।সহানূভূতী প্রকাশ করছি,নিহতদের পরিবারের প্রতি।আহবান জানাচ্ছি সরকারের প্রতি,দল-মতের উর্ধ্বে উঠে খুনীদের বিচার করুণ।এবং জোর দাবী জ়ানাচ্ছি এই অপরাজনীতি বন্ধের,যে রাজনীতি মানুষকে নিয়ে যায় পশুর কাতারে।
“অপরাজনীতি সুস্থ রাজনীতি বিকশিত হোক আমার দেশে।
শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ না,হবে সবার স্বপ্নের সোনার বংলাদেশ”।

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
১৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
৩ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
489958
২৮ অক্টোবর ২০১১; সন্ধ্যা ০৬:৩৮
কর্ম ভাল যার, সব ভালো তার লিখেছেন : আমি আপনার ব্লগ পুড়টা পড়ি নাই তবু ও বুঝেছি পুড়টা।আসলে কি জানেন ভাইয়া সত্যের পথে অতিতেও আবুঝাহেলরা ছিল এখনও থাকবে।কোল খালি মা বাপের অভিষাপ এদের এক দিন না এক দিন লাগবেই। ইংসাআল্লাহ    অনেক ধন্যবাদপিলাচ
২৯ অক্টোবর ২০১১; সকাল ১০:৫৪
462989

সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ আপনাকে।তবে পুড়াটা পড়ে মন্তব্য করলে ভাল লাগত। 
491793
২৯ অক্টোবর ২০১১; রাত ০৯:২৫
ইসলামের পতাকাবাহী লিখেছেন : “অপরাজনীতি সুস্থ রাজনীতি বিকশিত হোক আমার দেশে।
শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ না,হবে সবার স্বপ্নের সোনার বংলাদেশ”।
সাবাস্ ! বোন সাবাস্!!
   
২৯ ডিসেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫১
569115

মিতুভাষী লিখেছেন : আপনি কি ছাত্রী সংস্থা করেন?
০২ জানুয়ারী ২০১২; দুপুর ০১:৩৭
574458

সত্য কথা লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ   
587617
০১ জানুয়ারী ২০১২; রাত ০৯:২৯
মিতুভাষী লিখেছেন : আমার মনে হয় রাজনীতির মাঠে সবাই স্বার্থপর। একেক জন একেক আদর্শকে পুজি করে।
০২ জানুয়ারী ২০১২; দুপুর ০১:৩৪
574457

সত্য কথা লিখেছেন :    আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ

No comments:

Post a Comment