Tuesday, February 26, 2013

আবারো দৃস্টি আকর্ষন করছি মডারেটরদের.........

আবারো দৃস্টি আকর্ষন করছি মডারেটরদের.........

লিখেছেন সত্য কথা ২৪ জুলাই ২০১১, সকাল ০৫:৩২
কালকে মডারেটররা মেহরোমা... নামেরএই ব্লগারের আপত্তিকর মন্তব্য মুছে দেয়ার পর সে আমাকে আজকে ২টা মেসেজ পাঠায়-যার একটা হচ্ছে-প্রেরক: মেহরোমা
প্রেরণের সময়: ২৪ জুলাই ২০১১, সকাল ০৫:০৯
মডারেটরদের কাছে জিজ্ঞাসাএ ধরণের তুই-তোকারি কথা বার্তা আমরা কতোদিন সহ্য করব??? আহ! তুমি আসলেই মওদুদীর নব্য রাজাকারদের অতি প্রিয়া, তাই তো তোমার চিৎকারে তারা আমার গালিমুক্ত মন্তব্যগুলাও মুছে দিয়েছে.েআহ! তোমার মধ্যে না জানি কি রস পেয়েছে ওরা...


আমি তাকে ব্যান করার আবেদন জানাবোনা,কিন্তু মডারেটররাই ঠিক করবেন এ ধরনের কুরুচিপুর্ণ মেসেজ যে দেয় তাকে কি করবেন।

উল্লেখ্য সে আমাকে কাল ৪টা এবং আজকে ২টা মেসেজ দেয়ার পরেও আমি তার জওয়াব দেয়নি।রুচিতে কুলায়নি।যা করার কতৃপক্ষ করবেন।

যারা এই ব্যপারটা জানেননা তারা এই পোস্টটা দেখে আসবেন...

সবশেষে ধন্যবাদ মডারেটরদের অশালীন মন্তব্য মুছে দেয়ায়।ধন্যবাদ সম্মানিত ব্লগারদের যারা সাথে ছিলেন।
শেয়ার করুনঃ
১৩১ বার পঠিত, ২০ টি মন্তব্য
রেটিং +৯/-৪
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
353965
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:১২
ইবনে হাসেম লিখেছেন : আমার মতে এমন নিক ও তার ব্যবহারকারীর এখানে থাকার কোন অধিকার নেই।
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:৩০
318688

সত্য কথা লিখেছেন : আমি তাকে ব্যান করার আবেদন জানাবোনা,কিন্তু মডারেটররাই ঠিক করবেন এ ধরনের কুরুচিপুর্ণ মেসেজ যে দেয় তাকে কি করবেন,ধন্যবাদ আপনাকে।
353988
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:৫২
জ্ঞান-বৃক্ষ লিখেছেন : আমি সকল ব্লগারের স্বাধীন মত প্রকাশের পক্ষে। কিন্তু গালা গালি সেই স্বাধীনতার অংশ হতে পারে না।
উক্ত ব্লগারের গালা গালি আমিও লক্ষ্য করেছি। উনি সব সময়ই উগ্র গালা গালি এবং অশ্লীল ভাষা ব্যাবহার করেন। এই ব্যপারে মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:০১
318695

সত্য কথা লিখেছেন : আমি তাকে ব্যান করার আহবান জানাচ্ছিনা,ব্লক করারওনা।কিন্তু তাকে অবশ্যই সতর্ক করতে হবে।তার মাত্র আসা ব্লগে আসা ১০দিন ধরে।এর মাঝে সে হিন্দু,মুসলিম,ভিন্ন মতের অনুসারী সবাইকে গালিগালাজ করছে।সুস্থ ব্লগিংএর জন্য যা নেতিবাচক।এবং সে আমাকে একের পর এক মেসেজ দিচ্ছে।ধন্যবাদ আপনাকে।
353997
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:২৯
শাহাদাত হুসাইন ০০৪ লিখেছেন : তাকে ব্যান করা হউক।
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:৩০
318699

সত্য কথা লিখেছেন : আমি তাকে ব্যান করার আহবান জানাচ্ছিনা,ব্লক করারওনা।কিন্তু তাকে অবশ্যই সতর্ক করতে হবে।তার মাত্র আসা ব্লগে আসা ১০দিন ধরে।এর মাঝে সে হিন্দু,মুসলিম,ভিন্ন মতের অনুসারী সবাইকে গালিগালাজ করছে।সুস্থ ব্লগিংএর জন্য যা নেতিবাচক।এবং সে আমাকে একের পর এক মেসেজ দিচ্ছে।ধন্যবাদ আপনাকে।
354002
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:৪৭
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অশ্রিল কোন কিছু সহ্য করা ঠিক না।
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৪৯
329883

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
354003
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:৪৯
জহিরুল ইসলাম তাহা লিখেছেন : উক্ত গালবাজ ব্লগার তাহার ব্যাবহারের পরিচয় দিল, আমরা তাহাকে চিনিতে পারিলাম...........,শাস্তির জন্য এতটুকুই যথেষ্ট............ 
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৪৯
329884

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
354013
২৪ জুলাই ২০১১; সকাল ০৮:১৭
সত্য সবার উপর লিখেছেন : মড তাকে ব্যান করা হোক কারন একটা কিট থেকে আমরা রেহাই চাই।
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৫০
329885

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
354018
২৪ জুলাই ২০১১; সকাল ০৮:৩০
জিসান আহমেদ লিখেছেন : বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ পরিত্যাগ করাই ভাল। অনেক ধন্যবাদ পিলাচ     
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৫২
329888

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
354022
২৪ জুলাই ২০১১; সকাল ০৮:৩৫
নেটপোকা লিখেছেন : নিন্দা জানাই এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৫৩
329889

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
354027
২৪ জুলাই ২০১১; সকাল ০৮:৪৪
ইক্লিপ্স লিখেছেন : উনি মূলত এ সবের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরছেন ।আশা করি খুব দ্রুত ওনার শুভ বুদ্ধি উদয় হবে ।ইউ ডোন্ট ওয়ারী আপি ।  
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৫৪
329890

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।
১০
355441
২৫ জুলাই ২০১১; দুপুর ১২:১৫
হাসান লিখেছেন : যথাযথ ব্যবস্থা নিন
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৫৪
329893

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ সাথে থাকায়।

No comments:

Post a Comment