Thursday, February 21, 2013

ত্রিশ মিনিট হয় কয় মিনিটে

ত্রিশ মিনিট হয় কয় মিনিটে  

লিখেছেন সত্য কথা ০১ অগাস্ট ২০১১, রাত ১০:৫২
জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম আজ় সকালে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত ‘জ্বালানির উন্নয়ন ও ব্যবস্থাপনা : নিয়ন্ত্রকের অবস্থান’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন-আসন্ন রমজানে একটানা ৩০ মিনিটের বেশি লোডশেডিং হবে না।
Click this link...

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেস্টার এ ঘোষনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম।যাক রমজানে অন্তত বিদ্যুতের যন্ত্রনা থেকে রক্ষা পাব।

কিন্তু রমজান শুরু না হতেই জ্বালানী উপদেস্টার কথা মিথ্যা প্রমানিত হলো।আজ ৮টা বাজে বিদ্যুত গেছে,এসেছে সোয়া ১০টা বাজে।প্রচন্ড গরমে অস্থির হয়ে গেছি গোসল করতে,গিয়ে দেখি পানি নাই।

খুব জানতে ইচ্ছে করছে তাই-মাননীয় জ়্বালানি উপদেস্টা,৩০ মিনিট হয় কয় মিনিটে????

সবাইকে পবিত্র রমজানের পবিত্রতম শুভেচ্ছা। 
শেয়ার করুনঃ
১০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
রেটিং +৭/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
366221
০১ অগাস্ট ২০১১; রাত ১০:৫৮
মাসউদ লিখেছেন : মাইন্ড কইরেন না ভাই আসলে আপনি একটা পাগল তাই ওই ছাগলের কথার ঘোষনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন!! জানেন না আম্লীগ মুখে যা বলে কাজে তা করে না? আর যা করে মুখে তা বলে না? 
০১ অগাস্ট ২০১১; রাত ১১:১৯
332170

সত্য কথা লিখেছেন : ভাইরে বিশ্বাস করেছিলাম।ভেবেছিলাম রোজ়া-রমজানের সময় অন্তত মিথ্যা কথা বলবেনা   ।ধন্যবাদ আপনাকে।
০২ অগাস্ট ২০১১; রাত ১২:০৫
332276

মাজহার উল হুসেন লিখেছেন : মাসউদ @: মন্তব্যে পিলাচ ।
366582
০২ অগাস্ট ২০১১; সকাল ০৬:২৪
তিতুমীর লিখেছেন : কোন এলাকার জন্য ওনার কথাটা প্রযোজ্য, সেটা জেনে আপনার স্বস্তি ফেলা উচিত ছিলো!
আপনি আসলেও বো---কা!
০২ অগাস্ট ২০১১; সকাল ১০:৫২
332693

সত্য কথা লিখেছেন : কোন এলাকার জন্য জানতাম ইচ্ছে করতেছে   ।আপনি জানেন কিছু এই ব্যপারে??
366621
০২ অগাস্ট ২০১১; সকাল ০৮:৩০
ইঞ্জিনিয়ার হাবিব লিখেছেন : চাউলের দাম ১০টাকা হবার কথা ছিল হল ৫০ টাকা। খুব বেশি না মাত্র ৫ গুন। ঐ হিসেবে ৩০*৫=১৫০ মিনিট  দেখেন তো হিসাব মিলে কিনা 
০২ অগাস্ট ২০১১; সকাল ১০:৫৪
332694

সত্য কথা লিখেছেন : হু........মিলছে হিসাব।   ।ধন্যবাদ আপনাকে। 
366737
০২ অগাস্ট ২০১১; সকাল ১১:৫২
মনসুর লিখেছেন : +
অত্যন্ত জটিল একটি প্রশ্ন - ৩০ মিনিট হয় কয় মিনিটে?

এর উত্তর দিতে জানতে হবে -

১. বাংলাদেশে না বিদেশে - বিদেশে হলে সমস্যা নাই বাংলাদেশ হলে কথা আছে।

২. সমাজের বিশিষ্ঠ ধনী বা রাজনীতিবিদ না সাধারন মানুষ - সাধারন মানুষ হলে সমস্যা নাই সমাজের বিশিষ্ঠ ধনী বা রাজনীতিবিদ হলে কথা আছে।

৩. সরকার পক্ষের না বিরোধী দলীয় - বিরোধী দলীয় হলে সমস্যা নাই সরকার পক্ষের হলে কথা আছে।

৪. কোনো বড় নেতার আত্মীয় বা ব্যবসায়ীক পার্টনার না নতুন ধান্দাবাজ - নতুন ধান্দাবাজ হলে সমস্যা নাই কোনো বড় নেতার আত্মীয় বা ব্যবসায়ীক পার্টনার হলে কথা আছে।

- ওহ! কি যে প্রশ্ন করেন না, আপনার কত মিনিট দারকার তা বললেইতো হয়, এত প্যাচানোর কি দরকার?

মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতসহ নেক কামিয়াবী দান করুন - আমীন।
০২ অগাস্ট ২০১১; বিকেল ০৫:৫৫
333217

সত্য কথা লিখেছেন : আমার ভাই জানা দরকার,খুবি জানা দরকার এর উত্তরটা।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
367282
০২ অগাস্ট ২০১১; সন্ধ্যা ০৭:১৫
কলি লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
০৩ অগাস্ট ২০১১; সকাল ১১:২৬
334020

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ,ধন্যবাদ, ধন্যবাদ,ধন্যবাদ  
367291
০২ অগাস্ট ২০১১; সন্ধ্যা ০৭:২৫
ইক্লিপ্স লিখেছেন : সহমত । আমরা সবারই একই প্রশ্ন ,৩০ মিনিট হয় কয় মিনিটে????
০৩ অগাস্ট ২০১১; সকাল ১১:২৯
334026

সত্য কথা লিখেছেন : এর প্রশ্ন হয়তো আমরা পাবনা কোনদিন,যেমন পাইনি ১০টাকা হয় কয় টাকায়    ।ধন্যবাদ ইক্লিন্স।
367357
০২ অগাস্ট ২০১১; রাত ০৮:২৭
অনির্বাণ রায় লিখেছেন : রমজানে কারেন্ট যাবে না , এটা বল্লেও ঠিক ছিল ।

কারন ওরা যেখানে থাকে সেখানে আসলেই কারেন্ট যায় না । ন্যাম ফ্লাট এর আস্পাশেও কারেন্ট যায় না । আর কোন এমপি যদি এলাকায় থাকে তাহলেও নাকি ওদের বাসায় কারেন্ট যায় না ।

যেহেতু ওরা শুধু নিজেদের বাংলাদেশের চুশীল নাগরিক ভাবে , আর ভাবে নিজেদের এরিয়া নিয়েই বাংলাদেশ , আর নাগরিক সব গুলা প্রানী , তাহলে তো এমন কথা বলবেই ।

আজো আমাদের এখানে ইফতারী শেষ হতে না হতেই কারেন্ট চলে গিয়েছে । ফালতু কথা বলার একটা সীমা থাকে , বর্তমান দেশের মুরুব্বিরা সেটা অতিক্রম করছে ।  
০৫ অগাস্ট ২০১১; দুপুর ০১:৪০
337259

সত্য কথা লিখেছেন : ফালতু কথা বলার একটা সীমা থাকে , বর্তমান দেশের মুরুব্বিরা সেটা অতিক্রম করছে সহমত।কিন্তু আমরা যে ফালতু কথা দায়িত্বশীল পর্যায় থেকে শুনতে চাইনা।যে প্রতিশ্রুতি পুরণ করা সম্ভব না,সে প্রতিশ্রুতি দেয়া কেন???ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
370623
০৫ অগাস্ট ২০১১; সকাল ০৬:৪০
হাসান লিখেছেন : এখানেই কবি নিরব!
০৫ অগাস্ট ২০১১; দুপুর ০১:৩৩
337253

সত্য কথা লিখেছেন : আমিও নিরব থাকতে চেয়েছিলাম!কিন্তু আমরা নিরব থাকলে সরব হবে কে হাসান ভাই???ধন্যবাদ আপনাকে   

No comments:

Post a Comment