জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম আজ় সকালে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত ‘জ্বালানির উন্নয়ন ও ব্যবস্থাপনা : নিয়ন্ত্রকের অবস্থান’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন-
আসন্ন রমজানে একটানা ৩০ মিনিটের বেশি লোডশেডিং হবে না।Click this link...প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেস্টার এ ঘোষনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম।যাক রমজানে অন্তত বিদ্যুতের যন্ত্রনা থেকে রক্ষা পাব।
কিন্তু রমজান শুরু না হতেই জ্বালানী উপদেস্টার কথা মিথ্যা প্রমানিত হলো।আজ ৮টা বাজে বিদ্যুত গেছে,এসেছে সোয়া ১০টা বাজে।প্রচন্ড গরমে অস্থির হয়ে গেছি গোসল করতে,গিয়ে দেখি পানি নাই।
খুব জানতে ইচ্ছে করছে তাই-মাননীয় জ়্বালানি উপদেস্টা,৩০ মিনিট হয় কয় মিনিটে????
সবাইকে পবিত্র রমজানের পবিত্রতম শুভেচ্ছা।
No comments:
Post a Comment