Monday, February 25, 2013

মাহমুদুর রহমানের পর এবার একরামুল হক......বাকশাল কায়েমের পথে এগুচ্ছে সরকার।

মাহমুদুর রহমানের পর এবার একরামুল হক......বাকশাল কায়েমের পথে এগুচ্ছে সরকার।

লিখেছেন সত্য কথা ৩১ জুলাই ২০১১, সকাল ১১:৩৩




অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক মো. একরামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের কয়েক ঘণ্টার ব্যবধানে সাজানো চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে বড় মগবাজারের বাসা থেকে সম্পাদককে গ্রেফতার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, অন্যদিনের মতো ভোর ৪টার দিকে সম্পাদক ফজরের নামাজ পড়তে ওঠেন। কয়েক মিনিট পরই বাসার দরজায় নক করার শব্দ পাওয়া যায়। এ সময় আগন্তুকরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। দরজা খুলতে কিছুটা দেরি হওয়ায় তারা সজোরে লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা চালায়। পরে দরজা খুললে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সাদা পোষাক এবং পুলিশের পোষাক পরিহিত ৪/৫ জন হুড়মুড় করে ঘরে প্রবেশ করে সম্পাদককে তাদের সঙ্গে যাবার কথা বলে। এ সময় সম্পাদক কারণ জানতে চাইলে তারা গ্রেফতারি পরোয়ানা থাকার কথা জানিয়ে দুর্ব্যবহার শুরু করে দেয়। পরে সম্পাদক একরামুল হক নামাজ পড়ার জন্য কিছুটা সময় চাইলেও তাকে সে সুযোগ দেয়া হয়নি। বরং জোর করেই তাকে ঘর থেকে বের করে গাড়িতে তুলে নিয়ে যায়। তারা পরিবারের সদস্যদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে। গ্রেফতারের পর সম্পাদককে মগবাজার থেকে সরাসরি কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
কলাবাগান থানায় যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ২৮ জুলাই গিয়াসউদ্দিন তালুকদার নামের এক ব্যবসায়ী একরামুল হকের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। বাদির অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য আদালত কলাবাগান থানাকে নির্দেশ দেন। সে প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ বড় মগবাজারের বাসা থেকে একরামুল হককে গ্রেফতার করে।
এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গত ২৬ জুলাই একরামুল হকের লোকজন ৪৪/৯ পান্থপথে মামলার বাদির ব্যবসা প্রতিষ্ঠান বলাকা ইন্টারন্যাশনালে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে তারা দোকানের কর্মচারীকে মারধর করে জীবননাশের হুমকি দেয়।
এদিকে শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজ সম্পাদকের গ্রেফতারের খবরে সাংবাদিকসহ বিভিন্ন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করছে। গ্রেফতারের খবরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে শীর্ষ নিউজ অফিসে ফোন করে উদ্বেগ প্রকাশ করছেন।
উল্লেখ্য, সরকারের কয়েকটি প্রতিষ্ঠান ও কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করায় শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজের সম্পাদক একটি কুচক্রী মহলের টার্গেটে পরিণত হন। বিশেষ করে বর্তমান সরকারের আমলে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দুর্নীতি, যোগাযোগমন্ত্রীর দুর্নীতি, পূর্ত মন্ত্রণালয়ের দুর্নীতি, প্রধানমন্ত্রীর এপিএস'র বিভিন্ন অপকর্ম এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দুর্নীতির তথ্য ফাঁস করায় শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজ সরকারের রোষানলের শিকার হয়। বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দায়ের করে কব্জার অপচেষ্টা ছাড়াও জীবননাশের উদ্দেশে সম্পাদকের ওপর একাধিকবার হামলা চালানো হয়। এমনকি, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের অভ্যন্তরেই তিনি প্রকাশ্যে আক্রান্ত হন। এরপরও শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজের লেখনি বন্ধ না হওয়ায় এদু'টি প্রতিষ্ঠানের সব ক'টি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।শীর্ষ নিউজ...
শেয়ার করুনঃ
১০৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
রেটিং +৩/-২
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
363913
৩১ জুলাই ২০১১; সকাল ১১:৪৩
ফয়সাল মাহমুদ (অভি) লিখেছেন : অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ বেশীর ভাগ নিউজ ই মিথ্যা খবর প্রকাশ করে।স্টুপিড নিউজ পেপার।
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:১৯
329636

শাহাদাতহুসাইনস৫০২ লিখেছেন : আওয়ামীলীগের বিপক্ষে গেলেই মিথ্যা হয় , তাইনা ?
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৩৬
329665

সত্য কথা লিখেছেন : বাংলাদেশের কোন পত্রিকাটা মিথ্যা সংবাদ প্রকাশ করেনা জানতে চাচ্ছি ফয়সাল মাহমুদ অভি।আর মিথ্যা সংবাদ পরিবেশন করলে সম্পাদককে রিমান্ডে নেয়ার আর পত্রিকা বন্ধের কোন আঈন আছে কিনা জানতে চাচ্ছি।মিথ্যা বলা যদি হয় কোন পদের যোগ্যতা তবেতো সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী তার পদের অযোগ্য ঘোষিত হবেন।
363914
৩১ জুলাই ২০১১; সকাল ১১:৪৩
ফয়সাল মাহমুদ (অভি) লিখেছেন : অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ বেশীর ভাগ নিউজ ই মিথ্যা খবর প্রকাশ করে।স্টুপিড নিউজ ।
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:২২
329646

শাহাদাতহুসাইনস৫০২ লিখেছেন : একমাত্র সত্য কথা লিখেন দৈনিক আমুলীগের খবর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৩৮
329669

সত্য কথা লিখেছেন : : বাংলাদেশের কোন পত্রিকাটা মিথ্যা সংবাদ প্রকাশ করেনা জানতে চাচ্ছি ফয়সাল মাহমুদ অভি।আর মিথ্যা সংবাদ পরিবেশন করলে সম্পাদককে রিমান্ডে নেয়ার আর পত্রিকা বন্ধের কোন আঈন আছে কিনা জানতে চাচ্ছি।মিথ্যা বলা যদি হয় কোন পদের যোগ্যতা তবেতো সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী তার পদের অযোগ্য ঘোষিত হবেন।
363928
৩১ জুলাই ২০১১; সকাল ১১:৪৯
বাংলামুখ লিখেছেন : উনি একজন সন্ত্রাসী তাই প্রথমে উনাকে ডিম থেরাপী পরিবেশন করা উচিত। উনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের দোসর ও দালাল ।
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:২৪
329649

শাহাদাতহুসাইনস৫০২ লিখেছেন : আমি সহ অনেকেই ওনাকে সমর্থন করি অতএব আমাদেরকেও গ্রেফতার করা হোক ।
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৪৩
329675

সত্য কথা লিখেছেন : আপনার কথার প্রমান দিলে ভাল হতো আমাদের জন্য।আমরা জানতাম কিভাবে একরামুল হক সন্ত্রাসী,রাজাকার আর স্বাধীনতা বিরোধীদের দোসর...
৩১ জুলাই ২০১১; দুপুর ০২:৩৮
329820

বাংলামুখ লিখেছেন : তার প্রমান উনার প্রকাশিত
"অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ"
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৩৫
329873

সত্য কথা লিখেছেন : বাংলার মুখ,পল্টন ময়দানের বক্তব্য না,স্পেসিফিক প্রমান চাচ্ছি।
363929
৩১ জুলাই ২০১১; সকাল ১১:৫০
গোল্ডেন কয়েন লিখেছেন : সুন্দর লিখেছেন, সাংবাদিক একরামুল হক এর মুক্তি চাই । আপনাকে প্লাস সহ ধন্যবাদ ।  
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৪৪
329679

সত্য কথা লিখেছেন : লিখাটা আসলে কপি-পেস্ট।ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
363960
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:০৩
নীলআকাশ০০৭ লিখেছেন : সরকারের কাছে প্রশ্ন.... জুলুম আর কত করবেন...
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৪৯
329684

সত্য কথা লিখেছেন : সরকার এই প্রশ্নের উত্তর দিবেনা কখনো।চলুন আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
363987
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:২০
শাহাদাতহুসাইনস৫০২ লিখেছেন : সরকার আরো একটি খারাপ দৃষ্টানস্ত স্হাপন করল ।
৩১ জুলাই ২০১১; দুপুর ১২:৫২
329685

সত্য কথা লিখেছেন : সরকার যদি বুঝতে পারতো তার কার্যকলাপগুলো খারাপ,তাহলে মঙ্গল হতো সরকার এবং জনগন উভয়ের জন্য...
364060
৩১ জুলাই ২০১১; দুপুর ০১:১৫
বায়োলজিষ্ট লিখেছেন : সরকার বাকশাল কায়েমে ব্যস্ত যে বা যারাই সরকারের বিরুদ্বে কিছু বলবে সেই রাজাকার,যুধ্বাপরাধী তাকেই গ্রেপ্তার করা হবে। সবাই সাবধান!!!!!!!!!এখনও সময় আছে এই জালিম সরকারের বিরুধ্বে সবার একহয়ে রুখে দ্বাড়াতে হবে।
৩১ জুলাই ২০১১; দুপুর ০৩:৩৯
329875

সত্য কথা লিখেছেন : ৭৫ সালে বাকশাল এসেছিল প্রকাশ্যে।কিন্তু এবার বাকশাল আসছে গণতন্ত্রের ছদ্মাবরণে,যা আরো ভয়াবহ।ধন্যবাদ মন্তব্যের জন্য।

No comments:

Post a Comment