Monday, February 18, 2013

ছাত্রলীগের উর্দূ প্রীতি এইবার উর্দূ ভাষার শিক্ষক পাইছি

ছাত্রলীগের উর্দূ প্রীতি    এইবার উর্দূ ভাষার শিক্ষক পাইছি   

লিখেছেন রু ১৪ জুলাই ২০১১, দুপুর ০১:০৩
এটা না পড়লে কিছুই বুঝবেননা...


ব্লগে ব্লগিং করতে গিয়ে যখনি আপনি ইসলামের পক্ষে কথা বলবেন তখনি আপনাকে শুনতে হবে আপনি পাকী প্রেমিক,রাজাকার,জন্ম পাকিস্তান।আরো বিশেষণ।আরো একটা জিনিস শূনতে হয় উর্দূ ভাষায় পড়াশুনা।যদিও হয়তো আপনি কখনো উর্দু বই জীবনে দেখেননি।

আমার মত ইংলিশের স্টুডেন্টকেও শূনতে হয়েছে বেশ কয়েকবার এই কথা।তখন স্বিদ্ধান্ত নিয়েছিলাম উর্দু ভাষা শিখে ফেলব!!কিন্তু কোথায় শিখতে পারব বুঝছিলামনা।প্রগতিশীল ব্লগারদের হেল্প চেয়েছিলাম তারা হেল্প করেননি।

কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের পর সে সমস্যার সমাধান অনেকখানি হয়ে গেছে।যারা এখন উর্দু শিখতে চান,তারা দ্বারস্থ পারেন ছাত্রলীগের কাছে    ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারী নাজমুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর ২জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ছাত্র...    ।

ছাত্রলীগকে প্রধানমন্ত্রী প্রায়ই জনসেবামুলক কাজ়ে অন্তর্ভূক্ত হওয়ার পরামর্শ দেন।ছাত্রলীগ দেশব্যপী উর্দু শিক্ষার কোর্স চালু করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।    
বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
৩৫৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
৭ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
339992
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:০৫
হাসান লিখেছেন : 
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:২৯
303619

রু লিখেছেন :         
339996
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:১০
সুমাইয়া জামান লিখেছেন :       .। অবশেষে সফল হলেন     ।
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৩২
303624

রু লিখেছেন : অনেক দুঃশ্চিন্তায় ছিলাম আপুনি    ।যাক জাতি এবার উর্দু ভাষার শিক্ষক পেল।হাফ ছেড়ে বেচেঁছি।ছাত্রলীগ দেশব্যপী উর্দু শিক্ষার কোর্স চালু করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবার   > 
340002
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:১৩
marmarita লিখেছেন : ব্যাপক বিনোদনতো  
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৪১
303641

রু লিখেছেন :          
340003
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:১৩
anu mullah লিখেছেন : উর্দু ভাষার ছাত্র হওয়াটা কি দোষের?
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:২৮
303617

রু লিখেছেন : সেটা ভাই আমার কাছে জিজ্ঞেস না করে প্রগতির দাবীদার ব্লগারদের জিজ্ঞেস করেন।আর না বুঝলে আমার একদম উপরের লিঙ্কটাতে ক্লিক করেন।
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৩৬
303634

রু লিখেছেন : anu mullah,ভাই ছাত্রলীগ হলে দোষের কিছু না।কিন্তু আমরা আম-পাব্লিক হলে খবর আছে।আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতো আজ় তারা
340010
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:১৭
নজরুল বিন হক লিখেছেন :         
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৩৯
303639

রু লিখেছেন :      ছাত্রলীগ দেশব্যপী উর্দু শিক্ষার কোর্স চালু করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবার    ।প্রগতিশীল ব্লগাররা আজ কোথায়   ।দেখতাম মঞ্চায়তাছে  
340017
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:২০
মরূঝড় লিখেছেন :        
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৪৫
303646

রু লিখেছেন :                                 
340047
১৪ জুলাই ২০১১; দুপুর ০১:৪৫
^^^ সীমান্ত ঈগল ^^^ লিখেছেন : দারুন হইছে।  
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:০৫
303670

রু লিখেছেন : ছাত্রলীগ দেশব্যপী উর্দু শিক্ষার কোর্স চালু করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।   ধন্যবাদ মন্তব্যের জন্য।
340149
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : এতে হাসার কি হলো?  
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৪
303755

রু লিখেছেন : কিরে ভাই দেশে কি স্বাধীন ভাবে হাসতেও পারবোনা নাকি        ।
340178
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:১৮
সাইফুল ইসলাম সানি লিখেছেন : যাক জাতি এবার উর্দু ভাষার শিক্ষক পেল।হাফ ছেড়ে বেচেঁছি।ছাত্রলীগ দেশব্যপী উর্দু শিক্ষার কোর্স চালু করে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবার। একমত।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৩
303752

রু লিখেছেন : তবে অবশ্যই পুলিশ প্রাহারায়।না হয় মানিকে দেশ ভরে যাবে।ধন্যাবাদ মন্তব্যের জন্য।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৪
303754

সাইফুল ইসলাম সানি লিখেছেন : এতো মানিক হয়ে গেলে তো সেন্চুরী করার জন্য মেয়ে পাবেনা।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৭
303756

রু লিখেছেন : সমস্যা নাই,দাদার দেশ আছেনা?তবে এ জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করতে হবে।দরকার হয় সেনাবাহিনীকে কাজে লাগানো যেতে পারে।  
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:৩৭
303770

সাইফুল ইসলাম সানি লিখেছেন : ভালো বলেছেন।
১০
342575
১৬ জুলাই ২০১১; রাত ১২:৩৮
নঈম এর পিতা লিখেছেন : আরে আপু আপনি পারেনও।  
লেগে থাকার গুণটা সাকসেস পাওয়ার জন্য খুবই কার্যকরী।
১৬ জুলাই ২০১১; রাত ১২:৪৩
306167

রু লিখেছেন : আমারো একটা গুন আছে তাহলে!ধন্যবাদ এ গুনটা আবিস্কারের জন্য আর ধন্যবাদ মন্তব্য করার জন্য....  
১১
352561
২৩ জুলাই ২০১১; সকাল ০৭:০৩
সব জানা শমসের লিখেছেন : উর্দু শিখতে মুনচায়  
২৩ জুলাই ২০১১; সকাল ০৭:০৬
317082

রু লিখেছেন : আমারো       আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
১২
352564
২৩ জুলাই ২০১১; সকাল ০৭:১৪
সব জানা শমসের লিখেছেন : দেশে থাকলে কিন্তুক ছাত্রলীগ সভাপতির কাছে উর্দু শিখবার পারতাম, কি কন?? কানতেই আছি    
২৩ জুলাই ২০১১; সকাল ০৭:৫২
317084

রু লিখেছেন : ভাইরে আপনি কোন দেশে????চইলা আসেন দেশে    উর্দু শিখার এ মহান সুযোগ আপনি হেলায় হারাবেননারে ভাই    জাতির জন্য এক বিশাল সুযোগ   
১৩
353970
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:২২
সব জানা শমসের লিখেছেন : চইলা আসতাম চাই কিন্তুক টেকা নাই   তয় এই বিলাত মুলুকে ছাত্রলীগ সভাপতির অনুমোধনপ্রাপ্ত কোন চেলা সুলভ মূলে্ উর্দু ভাষার তালিম দেয় দেখমু, জানা থাকলে আওয়াজ দিয়েন কইতাছি  
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:৩৯
318691

রু লিখেছেন : চিন্তা কইরেননা!ভিশন ২০২১!দেশের গন্ডি ছেড়ে ছাত্রলীগ আন্তর্জাতিক পর্যায়ে উর্দূ ভাষার শিক্ষক সাপ্লাই করবে ইনশাআল্লাহ  
১৪
353985
২৪ জুলাই ২০১১; সকাল ০৬:৫০
সব জানা শমসের লিখেছেন : আশায় বাধি বসতি 
২৪ জুলাই ২০১১; সকাল ০৭:১৩
318697

রু লিখেছেন :        

No comments:

Post a Comment