Tuesday, February 19, 2013

মাননীয় প্রধানমন্ত্রী,হোসনে আরাকে না শুধু ফিরিয়ে আনুন পরিমলকেও....

মাননীয় প্রধানমন্ত্রী,হোসনে আরাকে না শুধু ফিরিয়ে আনুন পরিমলকেও....

লিখেছেন সত্য কথা ১৪ জুলাই ২০১১, দুপুর ০২:৩৪



ধর্ষকের রক্ষক মক্ষীরানী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বান্ধবী হোসনে আরাকে ফিরিয়ে আনা হয়েছে ভিকারুন্নিসায়।বাতিল করা হয়েছে পরিচালনা পর্ষদ।গঠন করা হয়েছে এডহক কমিটি।Click this link...

ফুঁসছে ভিকারুন্নিসা,ফুঁসছে পুরা দেশ।কিন্তু সরকারে থেকে জনগনের ভাষা বূঝা কঠিন।কিংবা হয়তো ক্ষমতার জোরে জনগনের ভাষা বূঝতে চায়না সরকার।তাই প্রবল প্রতিবাদের মুখেও ফিরিয়ে আনা হয়েছে হোসনে আরাকে।

মাননীয় প্রধানমন্ত্রী,আমাদের দাবী শুধু হোসনে আরাকে না,ফিরিয়ে আনুন পরিমলকেও।ফিরিয়ে দেন তার চাকরি।এক মোনালিসার ইজ্জতের চেয়ে পরিমলদের ইজ্জত যে অনেক বড়।পরিমলরা যে আপনার কাছে অনেক প্রিয়।দেখেছি আমরা অতীতে মানিককে,দেখেছি আপনার পাশে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে শাকিলকে।এবার পুরুস্কৃত করুন পরিমলকে।

তবে মাননীয় প্রধানমন্ত্রী,একটা কথা খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে-আজ মোনালিসার জায়গায় যদি আপনার কন্যা পুতুল হতো,আপনি কি তখন আপনার কন্যার ধর্ষককে আস্রয়দানকারী হোসনেআরাকে আবার ফিরিয়ে আনতেন????

জনগনের ভাষা যতো তাড়াতাড়ি বুঝতে পারবেন ততোই মঙ্গল আপনার জন্য আপনার সরকারের জন্য।
শেয়ার করুনঃ
১৬০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
রেটিং +৪/-২
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
340125
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৩৯
পরশ্রীকাতর লিখেছেন : আপনার কি মৃণা*****কে ভুলে গেলেন???
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৪৬
303712

সত্য কথা লিখেছেন : মাননীয় প্রধানমন্ত্রী,একটা কথা খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে-আজ মোনালিসার জায়গায় যদি আপনার কন্যা পুতুল হতো,আপনি কি তখন আপনার কন্যার ধর্ষককে আস্রয়দানকারী হোসনেআরাকে আবার ফিরিয়ে আনতেন???
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
340132
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৪২
marmarita লিখেছেন : বন্ধু বান্ধব সাধানত একই চরিত্রের হয়!
একজন দোষ করলেও দোষী মনে হয়না!
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৫০
303720

সত্য কথা লিখেছেন : আমার খুব জানতে ইচ্ছে করে,আজ মোনালিসার জ়ায়গায় প্রধানমন্ত্রীর কন্যা পুতুল হলে প্রধানমন্ত্রী কি করতেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
340135
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৪৪
হযবরল লিখেছেন : ধর্ষক নিয়ে তাদের কারবার। কেন আপনারা খামাখা এসব ঝামেলা করেন? আপনারা কেন নিজের খেয়ে বনের মহিষ তাড়া করেন?
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৫১
303722

marmarita লিখেছেন : 
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:০৭
303736

সত্য কথা লিখেছেন : ধর্ষক নিয়ে তাদের কারবার বলেই দাবী জ়ানাচ্ছি তাকে সসম্মানে ফিরিয়ে আনা হোক।ফিরিয়ে এনে চাকরীতে পুনঃনিয়োগ দেয়া হোক।এক মোনালিসার ইজ্জতের চেয়ে অনেক পরিমলরা অনেক বেশী প্রিয়,বরাবরই আওয়ামী সভানেত্রীর কাছে।ধন্যবাদ মন্তব্যের জন্য।
340137
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৪৫
প্রগতিশীল লিখেছেন : সস্তা প্রকৃতির লেখা।  লেখা হতে হবে আরো ধারাল।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:০১
303732

সত্য কথা লিখেছেন : দামী প্রকৃতির লিখা খুজেঁ পাননি বলেই সারা দেশ যখন ফুসঁছে তখন আপনি তেলাপোকা... নিয়ে লিখায় ব্যস্ত।আপনাদের জন্যই এই লিখা...।যাইহোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:৩৮
303771

Abu Sayed লিখেছেন : আপনি ধারটা দিয়ে দেন
340150
১৪ জুলাই ২০১১; দুপুর ০২:৫২
বিদ্রোহী মজলুম লিখেছেন : ধন্যবাদ
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:০৮
303738

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও....
340189
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৭
সাইফুল ইসলাম সানি লিখেছেন : marmarita লিখেছেন : বন্ধু বান্ধব সাধানত একই চরিত্রের হয়! একজন দোষ করলেও দোষী মনে হয়না! একমত।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:২৯
303758

সত্য কথা লিখেছেন : আজ মোনালিসার জ়ায়গায় প্রধানমন্ত্রীর কন্যা পুতুল হলে প্রধানমন্ত্রী কি করতেন।ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:৩৮
303772

সাইফুল ইসলাম সানি লিখেছেন : কী আর করতেন? বলতেন আপনারা বেশী কনজারভেটিভ। এটা একটা 'মিউচুয়াল সেক্স'।
১৪ জুলাই ২০১১; বিকেল ০৫:০১
303849

সত্য কথা লিখেছেন : 'মিউচুয়াল সেক্স'এর পার্টনার হিসেবে কি পরিমলকে পুরুস্কৃত করতেন না তিনি???
১৪ জুলাই ২০১১; বিকেল ০৫:০২
303851

সাইফুল ইসলাম সানি লিখেছেন : একথা আবার জিজ্ঞাসা করছেন? মানিকের কথা কী ভুলে গেলেন?
340197
১৪ জুলাই ২০১১; দুপুর ০৩:৪০
শিকদার দস্তগীর লিখেছেন : কেমন লাগছে , হাসু বু ? মুচির কথা শুনবেন না , শুনবেন কেবল গবুচন্দ্রদের কথা । এখন ঠেলা সামলান ? আসল কাজে মন না দিয়ে যখন আজে বাজে কাজে সময় বিনিয়োগ করা হয় তখন হবু চন্দ্র রাজাদের দশা এরকমই হয় । জানিনা কেমন ধরনের বেইজ্জতি এক্সিট আপনার কপালে লেখা আছে ! না কি দেশটাকে অন্য কোন আবর্তে ফেলতে চাইছেন ? কেন দেশটার এ সর্বনাশ করছেন ম্যাডাম ? কি এত রাগ আপনার এই বোকা জনগনের উপর ? এসব কিসের আলামত ?
১৪ জুলাই ২০১১; বিকেল ০৪:৫৫
303841

সত্য কথা লিখেছেন : ভিকারুন্নিসার ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বললেন শিক্ষা মন্ত্রী।ওরা কি জনগনের ভাষা বুঝেনা,নাকি সরকারে থাকলে আন্ধা হয়ে যেতে হয়!ধন্যবাদ মন্তব্যের জন্য।
340230
১৪ জুলাই ২০১১; বিকেল ০৪:০৭
Shahadat Hossen লিখেছেন : মনে হয় পরিমল আবারও ফিরে আসবে ।তবে কোন মহিলা কলেজের
শিক্ষক হিসাবে নয়,হয়তোবা আরো বড় পরিসরে।হতে পারে মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী,পাতি মন্ত্রী বা উপ মন্ত্রী হিসাবে।
১৪ জুলাই ২০১১; বিকেল ০৫:১৩
303867

সত্য কথা লিখেছেন : হয়তো প্রধানমন্ত্রীর খুব কাছে্র কেউ হয়ে উঠবেন পরিমল।ধন্যবাদ মন্তব্যের জন্য।
340478
১৪ জুলাই ২০১১; সন্ধ্যা ০৬:৪৩
মুক্তিযোদ্বার সন্তান লিখেছেন :
পিলাচ
১৪ জুলাই ২০১১; রাত ০৮:২৪
304133

সত্য কথা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

No comments:

Post a Comment