
ধর্ষকের রক্ষক মক্ষীরানী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বান্ধবী হোসনে আরাকে ফিরিয়ে আনা হয়েছে ভিকারুন্নিসায়।বাতিল করা হয়েছে পরিচালনা পর্ষদ।গঠন করা হয়েছে এডহক কমিটি।
Click this link...ফুঁসছে ভিকারুন্নিসা,ফুঁসছে পুরা দেশ।কিন্তু সরকারে থেকে জনগনের ভাষা বূঝা কঠিন।কিংবা হয়তো ক্ষমতার জোরে জনগনের ভাষা বূঝতে চায়না সরকার।তাই প্রবল প্রতিবাদের মুখেও ফিরিয়ে আনা হয়েছে হোসনে আরাকে।
মাননীয় প্রধানমন্ত্রী,আমাদের দাবী শুধু হোসনে আরাকে না,ফিরিয়ে আনুন পরিমলকেও।ফিরিয়ে দেন তার চাকরি।এক মোনালিসার ইজ্জতের চেয়ে পরিমলদের ইজ্জত যে অনেক বড়।পরিমলরা যে আপনার কাছে অনেক প্রিয়।দেখেছি আমরা অতীতে মানিককে,দেখেছি আপনার পাশে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে শাকিলকে।এবার পুরুস্কৃত করুন পরিমলকে।
তবে মাননীয় প্রধানমন্ত্রী,একটা কথা খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে-আজ মোনালিসার জায়গায় যদি আপনার কন্যা পুতুল হতো,আপনি কি তখন আপনার কন্যার ধর্ষককে আস্রয়দানকারী হোসনেআরাকে আবার ফিরিয়ে আনতেন????
জনগনের ভাষা যতো তাড়াতাড়ি বুঝতে পারবেন ততোই মঙ্গল আপনার জন্য আপনার সরকারের জন্য।
No comments:
Post a Comment