Saturday, February 23, 2013

ভারত-বাংলাদেশ সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে...আতঙ্কের বিষয় এই উষ্ণ সম্পর্ক......

ভারত-বাংলাদেশ সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে...আতঙ্কের বিষয় এই উষ্ণ সম্পর্ক......

লিখেছেন সত্য কথা ৩১ জুলাই ২০১১, রাত ১০:১৫
ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।দুই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই উষ্ণ সম্পর্কের কথা বার বার বলা হচ্ছে।সরকারের নীতিনির্ধারকরা এই উষ্ণ সম্পর্কের কারণে তৃপ্তির ঢেকুর তুলছেন।সম্প্রতি ভারত সরকারের একের পর এক রথী-মহারথীদের আগমন এ সম্পর্ককে আরো উষ্ণ করে তুলছে।দেশের জনগনও টের পাচ্ছে উষ্ণ সম্পর্কের ছোয়াঁ।যদিও সীমান্তে ঝুলছে ফেলানীর লাশ।বিএসএফের হাতে নিহত হচ্ছে একের পর এক নিরীহ বাংলাদেশী নাগরিক।কিন্তু এতে উষ্ণ সম্পর্কে কোন ফাটল ধরছেনা।

কিন্তু এই সম্পর্ক নিয়ে আতঙ্কে আছে দেশের সচেতন জনগন।এই উষ্ণ সম্পর্ক আমাদের জন্য এক অশনি সংকেত।মহা বিপদের আগমনী বার্তা।কারণ বাংলাদেশের সাথে ভারত যতো অসম চুক্তি করেছে তা এই উচ্চমাত্রার সম্পর্কের সময়ই।ইন্দিরা-মুজিব চুক্তি,ফারাক্কা চুক্তি,গঙ্গার পানি চুক্তি সহ আত্নঘাতি চুক্তিগুলো হয়েছে এই উচ্চমাত্রার সম্পর্কের সময়ই।

তাই ইতিহাসের ধারাবাহিকতায় অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানের এই উষ্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য ক্ষতিকর।এই চরম উচ্চমাত্রা সম্পর্কের সময় হয়তো ভারত নিয়ে নিবে ট্রানজিটের নামে বাংলাদেশের উপর দিয়ে করিডোর,হুমকির সম্মুখীন হবে আমাদের সার্বভৌমত্ব।

তাই সচেতন জনগনের উচিৎ ভারত-বাংলাদেশের উচ্চমাত্রা সম্পর্কের ব্যপারে সতর্ক দৃস্টি রাখা,এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন চুক্তির ব্যপারে রুখে দাড়াঁনো।
Click this link...
শেয়ার করুনঃ
৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
রেটিং +৫/-০
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
364846
৩১ জুলাই ২০১১; রাত ১০:১৯
হাসান লিখেছেন : মানসিকতার দিক থেকে ওরা এখনো এতটা অন্ধকারে!!!!?

ভারতের মন্ত্রী ও আমলারা তাদের জাতীয় স্বার্থ সর্বোচ্চ করতে চাইবে সেটাই স্বাভাবিক- তা তাদের দেশপ্রেম। আমি সেটাকে স্যালুট করি। তবে প্রতিবেশিদের উপর জুলুম করে নয়। কিন্তু আমরা নিজেরাই যদি............!! সর্বোপরি প্রণব মুখার্জি ও কৃষ্ণাদের কাছে আমাদের আপামনিরা একেবারেই খুকুমনি! আমলাদের পেশাদারিত্বের অবস্থা যাচ্ছেতাই।



হায়রে কপাল! এ কেমন প্রতিবেশী!?

আপনাকে অনেক ধন্যবাদ-
৩১ জুলাই ২০১১; রাত ১০:৩১
330481

সত্য কথা লিখেছেন : হা্যরে কপাল!এ কেমন সরকার আর তার মন্ত্রী সভা!!!যারা নিজেদের স্বার্থের চেয়ে প্রতিবেশীর স্বার্থ দেখে বেশি...ধন্যবাদ মন্তব্য করায়।
364848
৩১ জুলাই ২০১১; রাত ১০:১৯
ইক্লিপ্স লিখেছেন : অনেক ধন্যবাদ    
৩১ জুলাই ২০১১; রাত ১০:৩২
330485

সত্য কথা লিখেছেন : অনেক ধন্যবাদ আপুনি আপনাকেও  
364853
৩১ জুলাই ২০১১; রাত ১০:২২
তীর্যক১০ লিখেছেন : তাই সচেতন জনগনের উচিৎ ভারত-বাংলাদেশের উচ্চমাত্রা সম্পর্কের ব্যপারে সতর্ক দৃস্টি রাখা,এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন চুক্তির ব্যপারে রুখে দাড়াঁনো।
- কিন্তু কোথাও থেকে কোন উদ্যোগ কিংবা উদ্বেগ তো দেখতে পাচ্ছিনা, যার পেছনে জনগন গিয়ে দাঁড়াবে কিংবা এমন কোন নেতা গোষ্ঠি যিনি জনতাকে নেতৃত্ব দেবেন !
৩১ জুলাই ২০১১; রাত ১০:৩৫
330487

সত্য কথা লিখেছেন : ৭১সালে জনগন ছিল নেতার অভাবে দিশেহারা।কিন্তু নেতৃত্ব ঠিকই বের হয়েছিল হাল ধরার জন্য...ধন্যবাদ মন্তব্যের জন্য।
364960
৩১ জুলাই ২০১১; রাত ১১:২১
এস.এম.ফখরুদ্দীন লিখেছেন : এই উষ্ঞতাই ছিল একাত্তরে বাংলাদেশকে মুক্তি যুদ্ধে ভারতের সহায়তার আসল লক্ষ্য।শেখ মুজিবের কাছ থেকে ইন্দিরা সে লক্ষ্য পূরণ করতে পারেনি। কিন্তু মুজিব কণ্যা দেশের সম্মান ও স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিচ্ছে।আর ভারত ও তাদের লক্ষ পূলণে শেখ হাসিনাকে মীর জাফরের মত ক্ষমতার চির স্থায়ী স্বপ্ন দেখাচ্ছে। এখন দেশের ভাগ্য দেশের জনগণের হাতে। তাদেরকেই ঠিক করতে হবে তারা কি স্বাধীনতার আত্ম সম্মান নিয়ে বাঁচতে চায় নাকি ভারতের পদলেহি প্রভূভক্ত প্রাণী হতে চায়।
০১ অগাস্ট ২০১১; সকাল ০৭:০৪
331130

সত্য কথা লিখেছেন : শেখ মুজিবের সময় সম্পর্ক যখন উচ্চ মাত্রায় ছিল তখনি ফারাক্কা চুক্তির মত মরণ চুক্তি।ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
364972
৩১ জুলাই ২০১১; রাত ১১:২৮
খান বংশের ছেলে লিখেছেন : দেশটাকে ভারতে তাবেদার বানাতে চায়।
০১ অগাস্ট ২০১১; সকাল ০৭:১০
331132

সত্য কথা লিখেছেন : আর বর্তমান সরকার সে তাবেদার রাস্ট্র করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।ধন্যবাদ আপনাকে।

No comments:

Post a Comment