ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।দুই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই উষ্ণ সম্পর্কের কথা বার বার বলা হচ্ছে।সরকারের নীতিনির্ধারকরা এই উষ্ণ সম্পর্কের কারণে তৃপ্তির ঢেকুর তুলছেন।সম্প্রতি ভারত সরকারের একের পর এক রথী-মহারথীদের আগমন এ সম্পর্ককে আরো উষ্ণ করে তুলছে।দেশের জনগনও টের পাচ্ছে উষ্ণ সম্পর্কের ছোয়াঁ।যদিও সীমান্তে ঝুলছে ফেলানীর লাশ।বিএসএফের হাতে নিহত হচ্ছে একের পর এক নিরীহ বাংলাদেশী নাগরিক।কিন্তু এতে উষ্ণ সম্পর্কে কোন ফাটল ধরছেনা।
কিন্তু এই সম্পর্ক নিয়ে আতঙ্কে আছে দেশের সচেতন জনগন।এই উষ্ণ সম্পর্ক আমাদের জন্য এক অশনি সংকেত।মহা বিপদের আগমনী বার্তা।কারণ বাংলাদেশের সাথে ভারত যতো অসম চুক্তি করেছে তা এই উচ্চমাত্রার সম্পর্কের সময়ই।ইন্দিরা-মুজিব চুক্তি,ফারাক্কা চুক্তি,গঙ্গার পানি চুক্তি সহ আত্নঘাতি চুক্তিগুলো হয়েছে এই উচ্চমাত্রার সম্পর্কের সময়ই।
তাই ইতিহাসের ধারাবাহিকতায় অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানের এই উষ্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য ক্ষতিকর।এই চরম উচ্চমাত্রা সম্পর্কের সময় হয়তো ভারত নিয়ে নিবে ট্রানজিটের নামে বাংলাদেশের উপর দিয়ে করিডোর,হুমকির সম্মুখীন হবে আমাদের সার্বভৌমত্ব।
তাই সচেতন জনগনের উচিৎ ভারত-বাংলাদেশের উচ্চমাত্রা সম্পর্কের ব্যপারে সতর্ক দৃস্টি রাখা,এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোন চুক্তির ব্যপারে রুখে দাড়াঁনো।
Click this link...
No comments:
Post a Comment